আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

সৌরকোষের অগ্রগতি নিয়ে কাজের জন্য রসায়নে নোবেল পেলেন লিস্ট ও ম্যাকমিলান

October 6, 2021 | < 1 min read

পৃথকভাবে কাজ করেছেন আণবিক গঠন নিয়ে। সৌরকোষ থেকে ব্যাটারি স্টোরেজের মতো বিভিন্ন বিষয়ে সেই আণবিক গঠনের প্রভাব কী, তা নিয়ে গবেষণা করেছেন। সেজন্য চলতি বছরে নোবেল পুরস্কার পেলেন বেঞ্জামিন লিস্ট এবং ডেভিড ডব্লুউ সি ম্যাকমিলান।

রয়েল সুইডিশ অ্যাকাডেমির তরফে জানানো হয়েছে, অণু গঠনের জন্য একটি দুর্দান্ত ‘হাতিয়ার’ তৈরি করেছেন জার্মানির ম্যাক্স-প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের লিস্ট এবং আমেরিকার প্রিন্সটন বিশ্ববিদ্যাবয়ের ম্যাকমিলান। সেজন্য এবার তাঁদের রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ১.১ মিলিয়ন ডলারের পুরস্কারমূল্য সমানভাগে ভাগ হবে। সেইসঙ্গে নোবেলের একটি অংশ পাবেন লিস্ট। অপরটি যাবে ম্যাকমিলানের কাছে।

কিন্তু সেই ‘হাতিয়ার’-এর ফলে কী লাভ হবে? 

রয়েল সুইডিশ অ্যাকাডেমির তরফে বলা হয়েছে, ‘এবার গবেষকরা নয়া ওষুধের উপকরণ থেকে শুরু করে অণু পর্যন্ত এমন কিছু তৈরি করতে পারবেন, যা সৌরকোষে আলো ধরতে সক্ষম হবে।’

লিস্ট এবং ম্যাকমিলানের প্রতিক্রিয়া

নোবেল জয়ের খবর জানার পর ম্যাকমিলান জানান, তিনি অত্যন্ত বিস্মিত হয়েছেন। ভাবতেও পারেননি যে তিনি নোবেল জিততে পারেন। পরিবারের সঙ্গে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে ছুটি কাটানোর সময় সুইডেন থেকে তাঁর কাছে ফোন আসে। বলেন, ‘সত্যি বলতে আমি এটা (নোবেল জয়) আশাও করিনি।’ অন্যদিকে, লিস্ট জানিয়েছেন, তিনি প্রাথমিকভাবে জানতেন না যে একই বিষয় নিয়ে কাজ করছেন ম্যাকমিলান। এমনকী নিজের কাজের প্রসঙ্গে প্রাথমিকভাবে তাঁর মনে হয়েছিল যে একেবারে বোকামি হচ্ছে। পরে সেই বিষয়টি সাফল্য পেয়েছেন। জার্মান বিজ্ঞানী বলেন, ‘আমি বুঝতে পারি যে এটায় বড় কিছু হতে পারে।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Nobel Prize, #WC MacMillan, #Benjamin list

আরো দেখুন