আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

সাহিত্যে নোবেল পেলেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজ্জাক গুরনাহ

October 7, 2021 | < 1 min read

আবদুর রাজ্জাক গুরনাহ

আন্তর্জাতিক পর্যায়ে শীর্ষ সম্মাননা নোবেল পুরস্কারের সাহিত্য বিভাগে চলতি বছর পুরস্কার পেয়েছেন তানজানিয়ার ঔপন্যাসিক আব্দুল রাজ্জাক গুরনাহ। বৃহস্পতিবার সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।

তানজানিয়ার জাঞ্জিবারে ১৯৪৮ সালে জন্মগ্রহণ করা আব্দুল রাজ্জাক গুরনাহ ১৯৬০-এর দশকে শরণার্থী হিসেবে ব্রিটেনে আসেন।

বর্তমানে কেন্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গুরনাহ মূলত ইংরেজি ভাষাতেই সাহিত্য চর্চা করেন। মোট ১০টি উপন্যাস ও একটি ছোট গল্পের সংকলন রয়েছে তার।

এর আগে ১৯৯৪ সালে প্রকাশিত প্যারাডাইস উপন্যাসের জন্য সাহিত্যের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার জেতেন আব্দুল রাজ্জাক গুরনাহ।

নোবেল পুরস্কারের টুইটার একাউন্টে বলা হয়, ‘ঔপনিবেশিকতার প্রভাব এবং সংস্কৃতি ও মহাদেশের মধ্যবর্তী উপসাগরে শরণার্থীর ভাগ্যে তার অবিচল ও সহানুভূতিপূর্ণ অনুপ্রবেশের জন্য’ আব্দুল রাজ্জাক গুরনাহকে ২০২১ সালের নোবেল সাহিত্য পুরস্কার দেওয়া হচ্ছে।

এদিকে সাহিত্য বিষয়ক নোবেল পুরস্কারের কমিটির চেয়ারম্যান আন্দ্রেস ওলসন আব্দুল রাজ্জাক গুরনাহকে ‘বিশ্বের অন্যতম প্রভাবশালী উপনিবেশ পরবর্তী লেখক’ হিসেবে প্রশংসা করেন।


সুইডিশ সাহিত্য একাডেমি প্রতি বছর সাহিত্য বিভাগে নোবেল পুরস্কারজয়ীদের বাছাই করে আসছে। পুরস্কারজয়ীরা একটি স্বর্ণপদক ও এক কোটি সুইডিশ ক্রোনার (নয় কোটি ৭৫ লাখ ৬৩ হাজার দুই শ’ ৭১ টাকা) পুরস্কার লাভ করবেন।


গত বছর মার্কিন কবি লুইজ গ্লিক সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nobel Prize, #Abdul Razak Gurnah

আরো দেখুন