খেলা বিভাগে ফিরে যান

দিল্লির বিরুদ্ধে কে খেলবেন? শাকিব না রাসেল? উত্তর দিলেন মর্গ্যান

October 12, 2021 | 2 min read

২০২১ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচে নামবেন আন্দ্রে রাসেল। বুধবার তাকে কি দিল্লির বিরুদ্ধে খেলতে দেখা যাবে। ২০২১ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার শুরু হওয়ার আগে রাসেল নিয়ে আপডেট দিলেন দলের অধিনায়ক ইয়ন মর্গ্যান। আন্দ্রে রাসেলের ফিরে আসার বিষয়ে মর্গ্যান বলেন, ‘আন্দ্রের একটি দ্বিতীয় গ্রেডের হ্যামস্ট্রিং টিয়ার রয়েছে। মাত্র কয়েক সপ্তাহ হয়েছে তিনি এই আঘাত পেয়েছেন। তিনি আমাদের মেডিকেল টিমের সাথে সুস্থ হয়ে ওঠার পরিশ্রম করছেন। তিনি অবিশ্বাস্যভাবে নিবিড় পুনর্বাসনের সাথে পার্কে ফিরে আসার চেষ্টা করেছেন।’

মর্গ্যান রাসেলের দলে ফিরে আসার বিষয়টি আরও একটু বিশ্লেষণ করেন। তিনি বলেন, ‘পরবর্তী ম্যাচে নামতে আমাদের হাতে রয়েছে আর মাত্র ৪৮ ঘন্টা। তাই আগামীকাল (মঙ্গলবার) এবং পরের দিন তিনি কীভাবে নিজেকে উপস্থাপন করবেন তার উপর ভিত্তি করে আমাদের সেই সিদ্ধান্ত নিতে হবে (তিনি খেলার উপযুক্ত কিনা তা নিয়ে)।’

আসলে বর্তমান যা পরিস্থিতি তাতে স্পষ্ট যে কোনও অঘটনা না ঘটলে হয়তো ২০২১ আইপিএল-এর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আন্দ্রে রাসেলকে দেখা নাও যেতে পারে। তবে সবকিছুই নির্ভর করছে দলের মেডিকেল টিমের উপর। মর্গ্যান বলেন, ‘রাসেল দ্বিতীয় কোয়ালিফায়ারে ফিরতে পারবে কিনা তা রাসেলের উপরেই নির্ভর করবে। তার চোট থেকে কতটা সেরে উঠে তার উপর নির্ভর করবে সে দলে ফিরবে কিনা।’ নাইটদের অধিনায়ক বলেন, ‘রাসেল সাপোর্ট স্টাফদের সাথে ক্রমাগত তার ফিটনেস নিয়ে কাজ করে চলেছেন। তবে পরের ম্যাচের আগে খুব বেশি সময় নেই। রাসেল খেলবে, কি খেলবে না সেটা নির্ভর করবে তার ফিটনেসের অগ্রগতি উপর।’ 

ম্যাচের পর অধিনায়ক ইয়ন মর্গ্যান বলেন, ‘নারিন এই ম্যাচে আমাদের অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে আমাদের জয়কে খুব সহজ করে দিয়েছিলেন। পাওয়ারপ্লে করার পর আমরা ব্যাঙ্গালোরের উইকেট নিতে থাকি। আমি মনে করি টি টোয়েন্টি ক্রিকেটে নারিন অনেক বড় কিংবদন্তি। আমরা খুশি যে তিনি আমাদের দলের একজন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata Knight Riders, #IPL 2021

আরো দেখুন