দেশ বিভাগে ফিরে যান

দেশে বেড়েই চলেছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘন্টায় বেলাগাম নতুন আক্রান্তের সংখ্যা

October 14, 2021 | < 1 min read

দুর্গাপুজো, নবরাত্রি চলছে। চলছে ছটপুজোর প্রস্তুতি। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল, উৎসবের মরশুম এলে দেশে ফের নতুন করে বাড়তে পারে করোনা (Coronavirus) সংক্রমণ। সেই মতো আগেভাগে কেন্দ্রের তরফে সতর্কও করা হয়। কিন্তু এখনও পর্যন্ত দেখা যাচ্ছে, কেন্দ্র সরকার যে আশঙ্কা করছিল তা বাস্তব রূপ নেয়নি। ভরা উৎসবের মরশুমেও দেশের করোনা গ্রাফে স্বস্তি।

বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১৮ হাজার ৯৮৭ জন। যা বুধবারের তুলনায় বেশ খানিকটা বেশি। এর ফলে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩ কোটি ৪০ লক্ষ ২০ হাজার ৭৩০ জন। এদিকে দেশে একদিনে কোভিড-১৯-এ প্রাণ হারিয়েছেন ২৪৬ জন। এই সংখ্যাটা আগের দিনের কিছুটা বেশি। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ৫১ হাজার ৪৩৫ জন।

দৈনিক সংক্রমণ সামান্য বাড়লেও গত ২৪ ঘণ্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৫৮৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩৩ লক্ষ ৬২ হাজার ৭০৯ জন করোনামুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৯ হাজার ৮০৮ জন।

কোভিড রুখতে টিকাকরণকেই প্রধান অস্ত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে মোট ৯৬ কোটি ৮২ লক্ষ ২০ হাজার ৯৯৭ জন করোনার টিকা পেয়েছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #covid 19, #Corona Update, #India Fights Corona

আরো দেখুন