রাজ্য বিভাগে ফিরে যান

২৩ অক্টোবর জোড়া সভা দিয়ে শুরু, উপনির্বাচনের প্রচারের ঝড় তুলবেন অভিষেক

October 19, 2021 | 2 min read

পুজো মিটতেই চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের প্রচারে ঝাঁপাচ্ছে তৃণমূল কংগ্রেস। আগামী ২৩ অক্টোবর থেকে উপনির্বাচনের প্রচার শুরু করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৩ তারিখ উত্তর থেকে দক্ষিণ জোড়া সভা দিয়ে প্রচার শুরু করবেন তিনি। সেদিন উত্তরের খড়দহের পাশাপাশি দক্ষিণের গোসাবায় সভা করার কথা রয়েছে অভিষেকের। ২৫ তারিখ দিনহাটায় প্রচার করবেন তিনি। ২৬ অক্টোবর শান্তিপুরে একাধিক জনসভা করার কথা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সব মিলিয়ে উপনির্বাচনের প্রচারে ঝড় তোলার কাজটা কার্যত ২৩ অক্টেবর থেকেই শুরু করে দেবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। দুর্গাপুজো শেষ। কালীপুজোর আগেই বাংলায় ফের বাজবে ভোটের বাদ্যি। আর সেই ভোট প্রচারে এবার ঝাঁপাতে চলেছে তৃণমূল কংগ্রেস। আগামী ৩০ অক্টোবর বাংলার চার কেন্দ্রে উপনির্বাচন। বিধানসভা নির্বাচনে বিপুল সাফল্যের পর গত মাসে প্রথম পর্বের উপনির্বাচনে ৩-০ ফলাফলে জিতেছে তৃণমূল কংগ্রেস। এবারেও ৪-০ করতে আসরে নামছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই এবার প্রচারের ঝাঁজ বাড়াতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আর এই প্রচারে দলের শীর্ষ নেতারাও যাবেন বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, আগামী ২৩ অক্টোবর থেকে ওই চার কেন্দ্রের উপনির্বাচনের প্রচার শুরু করতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের তরফে তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দিনহাটায় প্রচারে নেমে পড়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সদ্য বিধানসভা নির্বাচনে দিনহাটায় হেরেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই আসন ছিনিয়ে নিতে আত্মবিশ্বাসী গোটা দল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রচারের পর দিনহাটার ছবিটা বদলাতে শুরু করবে বলেই বিশ্বাস দলীয় কর্মীদের। এর আগে, ভবানীপুর উপনির্বাচনেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে প্রচারে নেমেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে রেকর্ড ভোটে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিনহাটা, শান্তিপুর, খড়দহ ও গোসাবাও ছিনিয়ে নিতে আসরে নামতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#abhishek banerjee, #election campaigning, #By Poll

আরো দেখুন