দেশ বিভাগে ফিরে যান

মোদীর রাজত্বকালে শিল্পোদ্যোক্তারা দেশ ছাড়ছেন কেন? প্রশ্ন অমিত মিত্রের

October 21, 2021 | < 1 min read

মোদীর রাজত্বকালে ভারতের ধনী শিল্পোদ্যোক্তারা অন্য দেশে পাড়ি দিচ্ছেন কেন? নরেন্দ্র মোদীকে এই প্রশ্নই ছুঁড়ে দিলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।

একটি টুইট মালায় অর্থমন্ত্রী জানান, ২০১৪ সাল থেকে ২০২০ সালের মধ্যে মোট ৩৫ হাজার ধনী শিল্পোদ্যোক্তা দেশ ছেড়েছেন। দেশবাসীর প্রস্থানের নিরিখে ভারতবর্ষ বিশ্বের মধ্যে এক নম্বরে রয়েছে। কেন? মানুষ কি এই দেশে থাকতে ভয় পাচ্ছেন? টুইটে এই প্রশ্নই তোলেন অমিত মিত্র।

আরও একটি টুইটে অর্থমন্ত্রী হিসেব দেন, ২০১৪-১৮- র মধ্যে ২৩ হাজার, ২০১৯- এ ৭ হাজার, এবং ২০২০- তে ৫,০০০ শিল্পোদ্যোক্তা দেশ ছেড়েছেন।

তিনি টুইটে এও মনে করিয়ে দেন, যে মোদীর মন্ত্রীসভার মন্ত্রী পীযূষ গোয়েল ১৯ মিনিটের এক বক্তৃতায় বলেছিলেন, ভারতে ব্যবসায়িক অনুশীলন জাতীয় স্বার্থের বিরুদ্ধাচারণ করে। পক্ষান্তরে সেদিন শিল্পোদ্যোক্তাদের দেশদ্রোহী বলেছিলেন গোয়েল।

অমিত মিত্র সব শেষে বলেন, এই শিল্পোদ্যোক্তাদের ভীতিই তাদের দেশ ছাড়তে ইন্ধন জুগিয়েছে। কিন্তু মোদী গোয়েলকে এবিষয়ে একটা কথাও বলেননি। কেন?

TwitterFacebookWhatsAppEmailShare

#Narendra Modi, #Dr Amit Mitra, #Industrialists

আরো দেখুন