দেশ বিভাগে ফিরে যান

ভোটে জিতলে দ্বাদশ উত্তীর্ণ ছাত্রীদের স্মার্টফোন, স্নাতক ছাত্রীদের ইলেকট্রিক স্কুটার দেবেন প্রিয়াঙ্কা

October 22, 2021 | < 1 min read

উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের আগে ঢালাও প্রতিশ্রুতি কংগ্রেসের। বৃহস্পতিবার প্রিয়াঙ্কা গান্ধী ঘোষণা করেছেন, ক্ষমতায় এলে দ্বাদশ উত্তীর্ণ সব ছাত্রীকে স্মার্টফোন দেওয়া হবে। আর স্নাতক ছাত্রীরা পাবেন ইলেকট্রিক স্কুটার। প্রিয়াঙ্কা এদিন হিন্দিতে ট্যুইট করেছেন, ‘গতকাল আমি কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, পড়াশোনা এবং নিরাপত্তার কারণে স্মার্টফোনের খুব দরকার। আমি খুব খুশি, ইস্তাহার কমিটির অনুমোদন নিয়ে রাজ্য (উত্তরপ্রদেশ) কংগ্রেস ছাত্রীদের স্মার্টফোন ও স্কুটার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ প্রসঙ্গত, এর আগেই রাজ্যের বিধানসভা নির্বাচনে ৪০ শতাংশ আসনে মহিলাদের টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি বলেছেন, মেয়েদের হাত শক্ত করার জন্যই কংগ্রেসের এই পদক্ষেপ। রাজ্যে মেয়েদের হাতে বেশি ক্ষমতা থাকলে যে কোনও অন্যায়ের মোকাবিলা করা সহজ হবে।

বুধবারই আগ্রায় যান প্রিয়াঙ্কা। দেখা করেন পুলিসি হেফাজতে মৃত দলিত অরুণ বাল্মীকির পরিবারের সঙ্গে। আগ্রার জগদীশপুর থানা থেকে ২৫ লক্ষ টাকা চুরির অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিসি হেফাজতে জেরার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁর মৃত্যু হয়। প্রিয়াঙ্কার দাবি, চারদিন ধরে অরুণের পরিবারকে থানায় ধর্না দিতে হয়েছে। তাঁর অভিযোগ, ‘অরুণের দেহের ময়নাতদন্তের সময় তাঁর পরিবারকে থাকতে দেওয়া হয়নি। এখনও পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি।’ কংগ্রেস মুখপাত্র অংশু অবস্থি জানিয়েছেন, প্রিয়াঙ্কাকে প্রথমে লখনউয়ে আটকে দেয় যোগীর পুলিস। পরে অবশ্য তাকে আগ্রায় যেতে দেওয়া হয়। প্রিয়াঙ্কার সঙ্গে চারজনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Priyanka Gandhi, #smartphones, #UP elections, #Congress

আরো দেখুন