কলকাতা বিভাগে ফিরে যান

যৌন হেনস্থার মামলায় হাইকোর্টে কৈলাসের রক্ষাকবচের মেয়াদ বাড়ল

October 25, 2021 | < 1 min read

যৌন হেনস্থার অভিযোগের মামলায় বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ের রক্ষাকবচের মেয়াদ আরও পাঁচ দিন বাড়াল কলকাতা হাইকোর্ট। সোমবারের শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলায় আগামী ৩০ অক্টোবর পর্যন্ত কৈলাসের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা যাবে না। এ ছাড়াও এই মামলায় অভিযোগকারিণীর যে বয়ান সংগ্রহ করা হয়েছে এখনও পর্যন্ত, তা আদালতকে জানায় পুলিশ।

২০১৮ সালে দলেরই এক নেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল কৈলাস-সহ গেরুয়া শিবিরের কয়েক জন নেতার বিরুদ্ধে। তাঁদের মধ্যে রয়েছেন আরএসএস নেতা প্রদীপ জোশী এবং জিষ্ণু বসু। অভিযোগ ওঠার পর গ্রেপ্তার হন বিজেপি-র প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক অমল চট্টোপাধ্যায়। ওই মামলায় আগাম জামিনের আবেদন জানিয়ে পুজোর মধ্যে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কৈলাস, প্রদীপ ও জিষ্ণুরা।

সোমবার এই মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। আগাম জামিনের আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তা মাথায় রেখেই বুধবার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে বিচারপতি দেবাংশু বসাক এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #calcutta high court, #Kailash Vijayvargiya

আরো দেখুন