খেলা বিভাগে ফিরে যান

অবশেষে আইপিএলের নতুন দু’টি দলের নাম ঘোষণা করল বিসিসিআই

October 25, 2021 | < 1 min read

প্রতীক্ষার অবসান। নিলামের পর অবশেষে নতুন দু’টি নাম যুক্ত হল আইপিএলের সঙ্গে। আগামী মরশুম থেকে পুরনো আটটি দলের সঙ্গে খেলবে আহমেদাবাদ এবং লখনউ।

এদিন দীর্ঘক্ষণ বিডিং চলে। যাতে CVC ক্যাপিটালস জিতে নেয় আহমেদাবাদ। আর অন্যদিকে লখনউ দলের মালিকানা পেয়ে গেলেন RPSG অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কার সংস্থা। জানা গিয়েছে, ৭০৯০ কোটির বিনিময়ে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ দল কিনে নিল গোয়েঙ্কার কোম্পানি। এর আগে তাঁর দল রাইসিং পুণে সুপারজায়ান্ট পুণে আইপিএলে অংশ নিয়েছিল। অন্যদিকে CVC ক্যাপিটালস ৫২০০ কোটি দিয়ে পেল আহমেদাবাদকে।

নতুন দুটি দলের জন্য গত ৩১ আগস্ট দরপত্র আহ্বান করে ভারতীয় বোর্ড (BCCI)। বোর্ডের তরফে জানানো হয়, আইপিএলের (IPL) নতুন দলের জন্য দরপত্র জমা দিতে প্রথমে বোর্ডের কাছ থেকে ১০ লক্ষ টাকা খরচ করে ‘ইনভিটেশন টু টেন্ডার’ অর্থাৎ দরপত্র জমা দেওয়ার আমন্ত্রণপত্র কিনতে হবে। বোর্ড আইপিএলের দল কেনার জন্য ন্যূনতম ২০০০ কোটি টাকা মূল্য নির্ধারণ করে দেয়। সেই সঙ্গে শর্ত রাখা হয়েছে, যে সংস্থাগুলি আইপিএলে দল কিনতে আগ্রহী তাঁদের ন্যূনতম সম্পত্তির মূল্য হতে হবে ৩ হাজার কোটি। সেই সংস্থার কর্ণধারের সম্পত্তির মূল্য হতে হবে আড়াই হাজার কোটি।

এরপরই একাধিক ভারতীয় সংস্থার পাশাপাশি উঠে আসে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) নামও। শোনা গিয়েছিল, ইংলিশ ফুটবল ক্লাবটির কর্ণধার গ্লেজার্স পরিবার কোটিপতি লিগে শামিল হতে চায়। এরপর দল কিনতে আগ্রহ দেখান বলিউডের তারকা দম্পতি রণবীর সিং (Ranveer Singh) এবং দীপিকা পাড়ুকোনও। তবে এদিন শেষমেশ মোট ন’টি বিড জমা পড়ে। যার মধ্যে গোয়েঙ্কা, সিভিসি ক্যাপিটালস ছাড়াও ছিল আদানি গ্রুপ, উদয় কোটাক, এইচটি মিডিয়া, টরেন্ট ফার্মা, গ্লেজার্স। তবে শেষ হাসি হাসে দুই ভারতীয় কোম্পানিই।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #IPL

আরো দেখুন