উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উত্তরবঙ্গে নাকাচেকিং বাড়ানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

October 26, 2021 | 2 min read

জঙ্গি সংগঠন কেএলও’র কার্যকলাপ নিয়ে উত্তরবঙ্গের পুলিসকে সতর্ক থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে তিনি এই নির্দেশ দিয়েছেন। এজন্য তিনি জেলায় জেলায় নাকাচেকিং বাড়ানোর নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে এক কেএলও জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৈঠকে জানান রাজ্য পুলিসের উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্রপ্রসাদ সিং। তাঁর দাবি, উত্তরবঙ্গ জুড়ে কড়া নজরদাড়ি চালানো হচ্ছে। একইসঙ্গে সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়েও খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী।তৃণমূল কংগ্রেস তৃতীয়বার রাজ্যের ক্ষমতা দখল করার পরই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবিতে সরব হয় কেএলও। তারা একাধিকবার ভিডিও বার্তায় উত্তরবঙ্গকে অশান্ত করার হুমকি দেয়। এই পরিপ্রেক্ষিতে এদিন উত্তরকন্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলা প্রশাসনিক বৈঠকে কেএলওদের গতিবিধি সম্পর্কে খোঁজ নেন মুখ্যমন্ত্রী। তিনি সরাসরি পুলিসের উত্তরবঙ্গের আইজির কাছে এই সংগঠনের কার্যকলাপ নিয়ে প্রশ্ন করেন।

মমতা বলেন, কিছু লোক আছে, যারা শান্তি চায় না। অশান্তি পাকানোই তাদের একমাত্র উদ্দেশ্য। তাই এবিষয়ে লক্ষ্য রাখতে হবে। বৈঠকে উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্রপ্রসাদ সিং বলেন, কেএলও’র কার্যকলাপ সম্পর্কে নিয়মিত খোঁজ খবর রাখা হচ্ছে। ইতিমধ্যে পিন্টু বরুয়া নামে এক কেএলও জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রী বলেন, সরকারি গাড়ি ব্যবহার করেই পার্লামেন্টে হামলা চালানো হয়েছিল। তাই সতর্ক থাকতে হবে পুলিসকে। নাকাচেকিং বাড়ানোরও নির্দেশ দেন তিনি। বলেন, কেউ উত্তরপূর্ব এলাকা থেকে কিছু নিয়ে আসতেই পারে। এখানকার পাশেই নেপাল, ভূটান, বাংলাদেশ সীমান্ত রয়েছে। তাই নাকাচেকিং বাড়াতে হবে। তা হলেই অপরাধ রোখা সহজ হবে। তবে, কেউ যাতে হেনস্তা না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একইসঙ্গে বাংলাদেশ সীমান্ত এলাকা সম্পর্কে জলপাইগুড়ির জেলাশাসকের কাছে খোঁজ নেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, তিনি বিএসএফের এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এদিন ফের সরব হন। তাঁর কথায়, পছন্দের কিছু লোককে গাড়িতে বসিয়ে এলাকায় রংবাজি এটা হতে পারে না। বুঝতেই পারছেন কাদের কথা বলছি। জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানান, সীমান্তে কোনও সমস্যা নেই। পুলিসের উত্তরবঙ্গের আইজি বলেন, সীমান্তে নজর রাখা হয়েছে। আপাতত সবকিছু ঠিকঠাকই রয়েছে।বৈঠকে রাজ্য পুলিসের ডিজি মনোজ মালব্য বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে আইন-শৃঙ্খলা ঠিক রাখতে পুলিস সতর্ক রয়েছে। অবৈধ বালি ও পাথর খাদানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে বলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এ ব্যাপারে কোনও আপস নয়। সে যেই হোক, কাউকে ছেড়ে কথা নয়। এমনকী, বিএলএলআরও জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পুলিসের ভিজিল্যান্স আরও শক্তিশালী করা হয়েছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী বলেন, অবৈধ বালি ও পাথর খাদানের বিরুদ্ধে অভিযান চলছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #naka checking, #North Bengal

আরো দেখুন