তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জির প্রচারে এক ঝাঁক নেতা মন্ত্রী খড়দহতে
আগামী ৩০ অক্টোবর খড়দহে উপনির্বাচন। তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের সমর্থনে মঙ্গলবার রাজ্যের একঝাঁক মন্ত্রী প্রচার করলেন ওই কেন্দ্রে। এদিন পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, রথীন ঘোষ, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে চন্দ্রিমা ভট্টাচার্য– এই পাঁচজন মন্ত্রী প্রচার করেন। মন্ত্রীদের পাশাপাশি জেলার একঝাঁক বিধায়কও দিনভর প্রচার সেরেছেন। সেই তালিকাও দীর্ঘ। নির্মল ঘোষ, তাপস রায়, পার্থ ভৌমিক, মদন মিত্র, রাজ চক্রবর্তী, নারায়ণ গোস্বামী সহ অনেকেই প্রচারে অংশ নেন। ছিলেন প্রয়াত বিধায়ক কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহাও।
এদিন রহড়া বাজারে নির্বাচনী প্রচারে পার্থ চট্টোপাধ্যায় বলেন, শোভনদা আমার রাজনৈতিক গুরু। আশুতোষ কলেজে পড়ার সময় শোভনদা নেতৃত্বে ছাত্র রাজনীতি শুরু করি। খড়দহে শুধু জেতালে হবে না, শোভনদাকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়যুক্ত করতে হবে। তাতে কর্মীরাও উচ্ছ্বসিত হয়ে জানান, ‘৫০ হাজার পার হবেই’। প্রসঙ্গত, গত শনিবার খড়দহে সভা করতে এসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও দাবি করেছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায়ের জয়ের মার্জিন ৫০ হাজার হবে।