রাজ্য বিভাগে ফিরে যান

বিভিন্ন বাজার ও জনপদে মাস্ক ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ পুর কর্তৃপক্ষের

October 27, 2021 | 2 min read

মাইক্রো কন্টেইনমেন্ট জোন নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিচ্ছে না কলকাতা পুরসভা। তবে বিভিন্ন বাজার এবং গুরুত্বপূর্ণ জনপদে মাস্ক ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ নিচ্ছেন পুর কর্তৃপক্ষ। মুখে মাস্ক না থাকলেই রাস্তা থেকে তুলে দেওয়া হবে হকারদের। একই ব্যবস্থা নেওয়া হবে ক্রেতাদের ক্ষেত্রেও। বাজারে তাঁদের ঢুকতে দেওয়া হবে না। কলকাতা পুলিসকে এমনই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুর কর্তৃপক্ষ। বিষয়টিকে মাথায় রেখেই মঙ্গলবার দিনভর শহরের বিভিন্ন বাজার এলাকায় অভিযান চালাল প্রশাসন। করোনাবিধি লঙ্ঘনের দায়ে সোমবার রাত সাড়ে আটটা থেকে মঙ্গলবার দুপুর বারোটা পর্যন্ত মোট ৯১৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কলকাতা পুলিস। 


মঙ্গলবার পুরভবনে শহরের বর্তমান করোনা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। এদিনের বৈঠকে কলকাতা পুলিসের তরফ থেকেও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে পুলিসকে ফিরহাদ কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মাস্ক পরতেই হবে। নাহলে হকারকে তুলে দেওয়া হবে। বাজারেও একই রকম কড়াকড়ি চলবে। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, পথে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। পুলিসকে সেই মোতাবেক ব্যবস্থা নিতে বলেছি। পাশাপাশি, বাজারে মাইকিং করে প্রচারে জোর দেওয়া হবে। চলবে পুলিসি অভিযান। আজ, বুধবার থেকেই সেই কাজ শুরু হবে বলে খবর। পুলিসের সঙ্গে পুরসভার বাজার বিভাগের কর্মীরা বিভিন্ন বাজারে অভিযান চালাবেন।


এদিন সকাল থেকেই শহরের বাজার এলাকাগুলিতে কড়া অভিযানে নামেন বিভিন্ন থানার আধিকারিকরা। উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই চলে এই অভিযান। সকালে গড়িয়াহাট বাজার চত্বরে টহল দেন থানার শীর্ষকর্তা সহ অন্যান্য কর্মীরা। কোনও ব্যক্তিকে মাস্কহীন অবস্থায় দেখলেই মৌখিকভাবে সাবধান করেন উর্দিধারীরা। সঙ্গে মাস্ক না থাকলে তাঁদের বিনামূল্যে মাস্ক পরিয়ে দেন পুলিসকর্মীরা। তবে এরপরেও মাস্ক না পরলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দেন গড়িয়াহাট থানার আধিকারিকরা। অন্যদিকে, উত্তর কলকাতার একাধিক এলাকায় পুলিসের সচেতনতা প্রচার নজরে এসেছে। মাস্ক নিয়ে কড়া নজরদারির পাশাপাশি মাইকিংও করেন তাঁরা। বাজার এলাকায় ক্রেতা-বিক্রেতাদের মাস্ক পরার বিষয়টিও মনে করিয়ে দেন অভিযানকারীরা। কলকাতা পুলিসের তরফে জানানো হয়েছে, সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বিপুল সংখ্যক উদাসীন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। প্রকাশ্যে মাস্কহীন অবস্থায় ঘোরাফেরা করার জন্য ৮৩৭ জনকে পাকড়াও করা হয়েছে। বিপর্যয় মোকাবিলা আইনে ২১১টি গাড়ির বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও রাস্তায় থুতু ফেলার অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে কলকাতা পুলিস।  

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC, #Kolkata Police

আরো দেখুন