রাজ্য বিভাগে ফিরে যান

২০২২ এর মাধ্যমিক মার্চে, কবে উচ্চ মাধ্যমিক? ঘোষিত নির্ঘণ্ট

November 1, 2021 | < 1 min read

করোনার (Corona Virus) কারণে প্রায় দেড় বছর স্কুলমুখো হয়নি পড়ুয়ারা। ২০২১ সালে হয়নি মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। আগামী বছর অর্থাৎ ২০২২ সালে ফের স্বাভাবিক নিয়মে হবে মাধ্যমিক (Madhyamik Exam 2022) ও উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam 2021)। সোমবার মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করলেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ৭ই মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১৬ মার্চ। উচ্চমাধ্যমিক শুরু হচ্ছে ২ এপ্রিল, জানালেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। 

দেখে নিন মাধ্যমিকের পূর্ণাঙ্গ সূচি

৭ ই মার্চ – প্রথম ভাষা
৮ মার্চ – দ্বিতীয় ভাষা
৯  মার্চ -ভূগোল
১১ মার্চ – ইতিহাস
১২ মার্চ – জীবন বিজ্ঞান
১৪ মার্চ – অঙ্ক
১৫ মার্চ – ভৌত বিজ্ঞান
১৬ মার্চ – ঐচ্ছিক বিষয়

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীর ভট্টাচার্য জানিয়েছেন, ২ এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা। শেষ হবে ২০ এপ্রিল। তবে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারির ১৫ তারিখ থেকে ৪ মার্চ পর্যন্ত হবে উচ্চমাধ্যমিকের প্র্যাকটিক্যাল। তবে এই পরীক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে স্কুলের। প্রশ্নপত্র সংসদের তরফে পাঠানো হবে না বলেই জানিয়েছেন সভাপতি।  করোনা আবহে পরীক্ষা দিতে গিয়ে যাতে কোনওভাবে পড়ুয়াদের সমস্যায় পড়তে না হয়, সেদিকে নজর রয়েছে রাজ্যের। সংসদের তরফে জানানো হয়েছে, চলতি বছর নিজের স্কুলেই পরীক্ষা দিতে পারবে পরীক্ষার্থীরা। 

TwitterFacebookWhatsAppEmailShare

#HS Exam, #Board Exam Date, #Higher Secondary Exam

আরো দেখুন