কলকাতা বিভাগে ফিরে যান

ডাল লেকে চালু ভাসমান মুক্তমঞ্চ, মুগ্ধ পর্যটকরা

November 3, 2021 | 2 min read

কাশ্মীরের পর্যটন শিল্পে নতুন পালক। শ্রীনগরের ডাল লেকে চালু হল ভাসমান মুক্তমঞ্চ। আদতে আস্ত একটি সিনেমা হল। অর্থাৎ, শিকারায় বসে রুপোলি পর্দায় চোখ রেখে আনন্দ উপভোগ করা। লেকের জলে দুলছে শিকারা। হিমেল বাতাস। ডাইনে-বাঁয়ে-সামনে বরফ ঢাকা পাহাড়ের কোল। যেখানে বসে ‘কাশ্মীর কি কলি’ দেখলেন দর্শকরা। সঙ্গে লেজার শো’য়ের কারিকুরি। শুক্রবার প্রথমে স্থানীয় নৃত্যশিল্পীদের নাচের অনুষ্ঠান দিয়ে মুক্তমঞ্চের পথচলা শুরু। পরে শক্তি সামন্তের ছবি দেখিয়ে পর্যটক-বিনোদনের নয়া দিগন্ত খুলে দিল কাশ্মীরের প্রশাসন। এশিয়ার মধ্যে এমন ভাসমান মুক্তমুঞ্চ এই প্রথম।

জম্মু ও কাশ্মীরের মুখ্যসচিব অরুণ কুমার মেহতা বলছিলেন, ‘কাশ্মীরে প্রথম থেকেই ডাল লেক পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। এবার তাঁদের এই ভ্রমণকে আরও বেশি আনন্দদায়ক করে তুলতে ভাসমান মুক্তমঞ্চের এই উদ্যোগ। আশা করছি, কাশ্মীরের পর্যটন শিল্পের বিকাশে এই মুক্তমুঞ্চ সহায়ক ভূমিকা নেবে।’

শুধু পর্যটকদের কাছে নয়, ডাল লেকের ভাসমান মুক্তমঞ্চ নিয়ে কাশ্মীরিদের মধ্যে উন্মাদনাও ছিল নজরে পড়ার মতো। সত্যিই তাঁদের চোখে-মুখে খানিক মুক্তির স্বাদ। সন্ত্রাসবাদের চোখরাঙানিতে এমনিতেই উপত্যকাজুড়ে সিনেমা হলের দরজা একরকম বন্ধ। ব্যাহত ইন্টারনেট পরিষেবাও। বিনোদনের যাবতীয় রসদ সেই কবেই হারিয়ে ফেলেছেন কাশ্মীরিরা। জঙ্গি হামলা, রক্তপাত, রাস্তায় লাশ, খাঁকি উর্দিধারীদের ভারী বুটের আওয়াজ—এই নিয়েই তাঁদের জীবন। এবার মুক্তমঞ্চে পর্যটকদের সঙ্গে আনন্দ-আস্বাদ ভাগ করে নিতে কাশ্মীরিরাও বেশ উৎসাহী। কথা হচ্ছিল ইরফান আহমেদের সঙ্গে। শ্রীনগরের একটি কলেজে পড়েন ইরফান। মুক্তমঞ্চ চালুর প্রথম দিন ‘কাশ্মীর কি কলি’ দেখতে চলে এসেছিলেন তিনি। ইরফান বলছিলেন, ‘বলিউডের সঙ্গে ভূস্বর্গের একটি আত্মিক যোগসূত্র রয়েছে। বহু হিন্দি সিনেমার কাহিনি ও শ্যুটিং কাশ্মীরি কেন্দ্রিক। কিন্তু আমাদের দুর্ভাগ্য, নানা কারণে সেই সিনেমা দেখা হয়ে ওঠেনি। এবার এই মুক্তমুঞ্চ বলিউড-কাশ্মীরের বিচ্ছিন্ন সম্পর্ককে জোড়া লাগাবে।’

মুখে হাসি ফুটেছে মাঝিদেরও। যেমন, মুক্তমঞ্চে দাঁড়িয়ে প্রাণখোলা আনন্দে আত্মহারা সাজাদ আহমেদ। ডাল লেকে একটি শিকারার কাণ্ডারি তিনি। বলছিলেন, ‘কতকাল যে সিনেমা, থিয়েটার দেখিনি! এখন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি না! প্রশাসনের দুর্দান্ত চিন্তাভাবনা এবং চালু করার সন্ধিক্ষণটাও মন্দ নয়। এবার অন্তত বলিউডের সিনেমাগুলি খুব দ্রুত দেখে ফেলতে হবে।’

কাশ্মীর পর্যটন বিভাগের ডিরেক্টর জি এন ইটো জানিয়েছেন, ডাল লেকের একেবারে মাঝখানে মুক্তমঞ্চটি তৈরি করা হয়েছে। সেখানে থিয়েটারের পাকা বন্দোবস্ত রয়েছে। মঞ্চে লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। দেখানো হবে দেশ-বিদেশের সিনেমা। শিকারায় বসে তা দেখতে পারবেন পর্যটকরা। একই সঙ্গে তিনি বলেছেন, ‘গোটা উপত্যকার পর্যটন শিল্পে এই মুক্তমঞ্চ একটি অভিনব সংযোজন।’

TwitterFacebookWhatsAppEmailShare

#JAMMU AND KASHMIR, #Dal Lake

আরো দেখুন