রাজ্য বিভাগে ফিরে যান

সস্তা হচ্ছে বাজার, হাসি ফুটছে মধ্যবিত্তের মুখে

November 11, 2021 | 2 min read

ক্রমেই সস্তা হচ্ছে বাজার। ফলে হাসি ফুটছে মধ্যবিত্তের মুখে। গত কয়েকদিনে শাক সবজিসহ বেশ কিছু আনাজপাতির দাম কমেছে। তবে মাছের দাম রয়েছে একই। সবজির দাম কমায় স্বস্তির হাসি হাসছে মধ্যবিত্ত।

বাজার যাওয়ার আগে প্রতিদিনের বাজারদর দেখে বাজারে যাওয়া একটি ভালো লক্ষণ।। তাই প্রতিদিন বাজারে যাওয়ার আগে দেখুন রোজকার বাজারদর। একনজরে দেখে নিন আজকের বাজারদর।

বুধবারে সবজির পাইকারি বাজারদর যা থাকে, তার উপরেই নির্ভর করবে বৃহস্পতিবারে খুচরো বাজারে দাম। একনজরে তাই আগে বুধবারের পাইকারি দরের দিকে তাকানো যাক।

বুধবারের পাইকারি বাজার দর

পটল – ৩৬ থেকে ৪০ টাকা প্রতি কেজি
ভেন্ডি – ২৮ থেকে ৩৫ টাকা প্রতি কেজি
বেগুন -৪৫/৫০/৬০ টাকা প্রতি কেজি
পেঁপে – ১৬ থেকে ১৭ টাকা প্রতি কেজি

কুমড়ো – ২০ থেকে ২২ টাকা প্রতি কেজি
বিট – ৩০ থেকে ৩২ টাকা প্রতি কেজি
পালং – ২৫ থেকে ৩০ টাকা
পেঁয়াজ -২৫ থেকে ৩০ টাকা প্রতি কেজি
আলু – ১৩ থেকে ১৫ টাকা প্রতি কেজি
টমেটো – ৫৪ থেকে ৫৫ টাকা প্রতি কেজি
ফুলকপি – ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা প্রতি পিস

বুধবারের পাইকারি বাজারের দিকে দেখলে স্পষ্টই বোঝা যাচ্ছে বৃহস্পতিবার বাজার দর সস্তা হওয়ার সম্ভাবনা রয়েছে। আলুর দর নেমেছে বেশ কিছুটা। একনজরে দেখে নেওয়া যাক- আজকের বাজারদর-

বৃহস্পতিবার খুচরো বাজার দর

আলু- ১৬ টাকা থেকে ২২ টাকা প্রতি কেজি।
পটল – ৪০ -৪৫ টাকা প্রতি কেজি।
টমেটো – ৭০-৮০ টাকা প্রতি কেজি।

ফুলকপি – ৩৫- ৪০ টাকা প্রতি কেজি।
লেবু- জোড়া ৪ টাকা থেকে দাম শুরু।

মাছ বাজারের দর জানুন

সবজির দর কমলেও, আপাতত সস্তা হচ্ছে না মাছের দর। রুই-কাতলা বিকোচ্ছে সাধারণ দরেই। তবে কই,শিঙির মতো জিওল মাছের গায়ে যেন আগুন দাম। দেখে নেওয়া যাক বাজারের হালহকিকৎ

রুই মাছ – ১৪০ থেকে ১৮০ টাকা প্রতি কেজি
কাতলা মাছ – ২২০ থেকে ২৪০ টাকা প্রতি কেজি
ছোট ট্যাংরা – ৪০০ টাকা প্রতি কেজি
ইলিশ মাছ – ৪০০ থেকে ১২০০ টাকা প্রতি কেজি।

TwitterFacebookWhatsAppEmailShare

#vegetables, #prices, #Potato

আরো দেখুন