দেশ বিভাগে ফিরে যান

সংসদে গোয়ার কণ্ঠে জোর দিতেই ফেলেইরোকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল

November 13, 2021 | < 1 min read

তৃণমূলের রাজ্যসভা সাংসদ অর্পিতা ঘোষ সংসদ থেকে ইস্তফা দেবার পর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোকে সেই আসনে মনোনয়ন দিল তৃণমূল কংগ্রেস। এর ফলে গোয়ার সমস্যা ও উন্নয়নে জোর দেওয়ার বিষয়গুলি সংসদে তুলে ধরবেন তিনি, তৃণমূল সূত্রে এমনটাই খবর।

বিজেপিকে হারাতেই তৃণমূলে যোগদান করেছিলেন ফেলেইরো। গত ২৯শে সেপ্টেম্বর তৃণমূলে যোগ দিয়ে এই কথাই বলেছিলেন গোয়ার দুবারের মূখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো। সেদিন তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলে সদস্য করার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান ফেলেইরো।

প্রায় চল্লিশ বছর কংগ্রেসে ছিলেন ফেলেইরো ৷ গোয়ায় দু’বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি ৷ গোয়ার কংগ্রেস সভাপতির দায়িত্বও সামলেছেন ৷ ৭০ বছর বয়সি ফেলেইরো বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পাশাপাশি কংগ্রেসও ছাড়েন তিনি ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #tmc, #Goa, #Luizinho Faleiro

আরো দেখুন