দেশ বিভাগে ফিরে যান

মহুয়া মৈত্রকে গোয়ায় দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক করল তৃণমূল

November 13, 2021 | < 1 min read

আরব সাগরের পাড়ের রাজ্য গোয়া দখলে এবার কৃষ্ণনগরের দলীয় সাংসদ মহুয়া মৈত্রকে পাঠানোর সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। শনিবার বিকালে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ‘গোয়ায় দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে মহুয়া মৈত্রকে।’ গোয়ায় সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব পেয়ে আপ্লুত কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। খুব শিগগিরই আরব সাগরের পাড়ের রাজ্যে পাড়ি জমাচ্ছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন মহুয়া।

৪০ বিধানসভা আসনের গোয়াতে ফেব্রুয়ারি-মার্চের মধ্যে ভোট। সেই ভোটের দায়িত্ব পাওয়ার পর মহুয়া সংবাদমাধ্যমকে বলেন, “এই রাজ্যে আমাদের ভাল ফল করার যথেষ্ট সুযোগ রয়েছে। এটা একটা বিশাল চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জ নিচ্ছি।” তাঁর কথায়, “আমি যে কায়দায় ভোট করি, দলকে জানিয়েছি বুথে বুথে গিয়ে সেই কায়দাতেই ভোট পরিচালনা করব। দু’এক দিনের মধ্যেই গোয়ায় যাব। সেখানেই থাকব।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Mahua Moitra, #trinamool, #Goa

আরো দেখুন