দেশ বিভাগে ফিরে যান

জামিন পেলেন ত্রিপুরায় গ্রেপ্তার দুই মহিলা সাংবাদিক

November 16, 2021 | < 1 min read

ত্রিপুরায় সম্প্রতিক সাম্প্রদায়িক ঘটনা নিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেই ‘অপরাধে’ একদিন আগেই অসম পুলিস দুই মহিলা সাংবাদিককে আটক করেছিল। বিশ্ব হিন্দু পরিষদের এক সমর্থকের অভিযোগের ভিত্তিতে। সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণ ঝা নামে এই দুই সাংবাদিককে সোমবার গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিস। যদিও, বিজেপি শাসিত দুই রাজ্য অসম ও ত্রিপুরা পুলিসের এই পদক্ষেপ মুখ থুবড়ে পড়ল আদালতে। সোমবারই ধৃত দুই মহিলা সাংবাদিককে জামিন দিল কোর্ট।

বিশ্ব হিন্দু পরিষদের এক সমর্থকের অভিযোগ আসার পর দুই সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল ত্রিপুরার একটি থানা। রবিবার আগরতলায় পুলিসের এক আধিকারিক জানান, সোশাল মিডিয়ায় দুই সাংবাদিক লিখেছিলেন, ত্রিপুরার গোমতী জেলায় একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে। কোরান ছেঁড়া হয়েছে। ত্রিপুরা পুলিসের বক্তব্য ছিল, দুই সাংবাদিক যে ভিডিও পোস্ট করেন, তাতে কারসাজি করা হয়েছিল। ঘটনার সত্যতা নেই। এর ফলে ওই এলাকার মানুষের মনে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি হয়েছে। ধৃত দুই সাংবাদিক এইচডব্লু নিউজ নেটওয়ার্কে কাজ করেন। এদিন ওই সংস্থার তরফে জানানো হয়, অসমের করিমগঞ্জে গিয়ে ত্রিপুরা পুলিস দুই সাংবাদিককে গ্রেপ্তার করেছে। তাঁদের ট্রানজিট রিমান্ডে ফের ত্রিপুরা আনা হয়েছে। উদয়পুর ম্যাজিস্ট্রেটের আদালতে তাঁদের তোলা হবে। সেখানে আমাদের আইনজীবী দুই সাংবাদিকের জামিনের পক্ষে সওয়াল করবেন। পরে, আদালত দুই মহিলা সাংবাদিকেরই জামিনের আর্জি মঞ্জুর করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #journalist

আরো দেখুন