রাজ্য বিভাগে ফিরে যান

এবার স্টুডেন্ট ক্রেডিট কার্ডে হবে বিদেশে পড়ার স্বপ্নপূরণ

November 17, 2021 | 2 min read

বিদেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নও এবার পূরণ করবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। ঋণ মিলবে সর্বোচ্চ ১০ লক্ষ টাকা। তাও মাত্র চার শতাংশ সুদে। কীভাবে আবেদন করতে হবে? মঙ্গলবার বিকাশ ভবনে তা ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। পড়ুয়ারা এ ব্যাপারে www.banglaruchchashiksha.wb.gov.in এবং www.wbscc.wb.gov.in ওয়েবসাইটে আবেদন করতে পারবেন পড়ুয়ারা। অন্যদিকে, বিধানসভায় যত দ্রুত সম্ভব অন্তত ১৫ হাজার শিক্ষক এবং ১০ হাজার শিক্ষাকর্মী নিয়োগের কথাও এদিন জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষানীতি হুবহু মানবে না। কারণ, শিক্ষা রাজ্য-কেন্দ্র যৌথ তালিকাভুক্ত বিষয়।

ব্রাত্যবাবু এদিন বিধানসভায় আরও বলেন, কেন্দ্রীয় শিক্ষানীতি থেকে যেটুকু গ্রহণ করার, তা করবে রাজ্য সরকার। বাকি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশমতোই এগনো হবে। শিক্ষামন্ত্রীর আরও বক্তব্য, এ রাজ্যে পড়াশোনা করেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মতো অর্থনীতিবিদ নোবেল পুরস্কার পেয়েছেন। তাই কেন্দ্রের চাপানো কোনও ফরমানে এ রাজ্যের শিক্ষাব্যবস্থা বিশেষ উন্নত হবে, তা তিনি মনে করছেন না। বরং অনেক ক্ষেত্রে তা সুশিক্ষার পরিপন্থী। অন্যদিকে, এদিন বিধানসভার প্রশ্নোত্তর পর্বে ব্রাত্যবাবু আরও জানান, দার্জিলিং হিল ইউনিভার্সিটির জন্য মংপুতে ২৫ একরের জমি চিহ্নিত করা হয়েছে। ভবন এবং অন্যান্য পরিকাঠামো নির্মাণের জন্য ৩৩ কোটি ৪৪ লক্ষ ৩৪ হাজার টাকার ডিপিআর জমা পড়েছে পূর্তদপ্তরে। উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য ওই বিশ্ববিদ্যালয়ের বাড়তি দায়িত্বে থাকবেন।

এদিকে, ইউনিসেফ, ওয়েবেলের মতো সংস্থার সহযোগিতায় নবম থেকে দশম শ্রেণির একটি কেরিয়ার গাইডেন্স পোর্টাল চালু করেছে রাজ্য। www.banglarshiksha.gov.in ওয়েবসাইটে চারশোরও বেশি কেরিয়ার বিকল্প, কলেজ, বিশ্ববিদ্যালয়ের খোঁজ পাবে পড়ুয়ারা। এদিন থেকেই স্বামী বিবেকানন্দ মিনস কাম মেরিট স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। তার জন্য www.svmcm.wbhed.gov.in ওয়েবসাইটে লগইন করতে হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Students Credit Card

আরো দেখুন