রাজ্য বিভাগে ফিরে যান

ফ্যামিলি পেনশন বাড়ল রাজ্যে, খুশি প্রাক্তন সরকারি কর্মচারী, পরিবার

November 23, 2021 | < 1 min read

মৃত রাজ্য সরকারি কর্মীর সন্তানের প্রাপ্য ফ্যামিলি পেনশনের পরিমাণ বাড়ানো হল। পেনশন প্রাপক সরকারি কর্মীর মৃত্যু হলে তাঁর স্ত্রী/স্বামী ফ্যামিলি পেনশন পান। ফ্যামিলি পেনশন প্রাপকের মৃত্যু হলে তাঁর সন্তানের নিজস্ব কোনও আয় না-থাকলে ২৪ বছর পর্যন্ত পেনশন দেওয়া হয়।

পেনশন প্রাপকের স্বামী/স্ত্রী না-থাকলেও সন্তান ওই বয়স পর্যন্ত ফ্যামিলি পেনশন পেয়ে থাকেন। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার পর এবার সন্তানের ফ্যামিলি পেনশন বৃদ্ধির নির্দেশ জারি করেছে অর্থদপ্তর।

বর্ধিত পেনশন ২০২০ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে। যে সন্তানের বাবা-মা দু’জনেই পেনশন প্রাপক ছিলেন তাঁর ফ্যামিলি পেনশনের সর্বোচ্চ সীমা ১২ হাজার ৭৪৭ টাকা থেকে ৩২ হাজার ৭৬০ করা হয়েছে। একজন পেনশন প্রাপক হলে সর্বোচ্চ সীমা ৬৮৪৮ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার ৬০০ টাকা করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal, #pension, #govt employees

আরো দেখুন