দেশ বিভাগে ফিরে যান

তৃণমূলে বিভিন্ন নেতাদের যোগদানকে আক্রমণ সাংবাদিকদের, টুলকিটের যোগ নিয়ে জল্পনা

November 23, 2021 | < 1 min read

বিজেপি নেতাদের টুলকিট নিয়ে টুইটকে ম্যানিপুলেটেড মিডিয়া বলে আগেই অভিযোগ করছিল টুইটার কর্তৃপক্ষ। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আসার পর, যখন বিভিন্ন দলের নেতাদের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভবনা দেখা দিয়েছে, তখন বেশ কিছু সাংবাদিক একযোগে একই সুরে কটাক্ষ শুরু করল তৃণমূলকে নিয়ে। এসব দেখে নেটদুনিয়ার অনেকেই মনে করছে, এটির মূলে আছে বিজেপির কোনও টুলকিট।

টুলকিট আসলে হল কোনও কাজ করার নির্দেশিকা বা পরামর্শ। টুলকিতের মাধমে অনলাইনে আন্দোলন গড়ে তোলা যায়, তা আগেই প্রমাণিত। অনলাইনে বা সামাজিক মাধ্যমে বিজেপি নানা রকম প্রচার বা অপপ্রচার করে চলেছে, এবং অনেকেই মনে করেন, এই কাজ হয় বিশেষ টুলকিটের মাধ্যমেই।

মঙ্গলবার সকালে যখন বিভিন্ন নেতাদের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভবনা দেখা দেয়, তখন থেকেই নানারকম টুইট দেখা যায় কিছু সাংবাদিকদের থেকে, যেখানে বলা হচ্ছে, তৃণমূল কংগ্রেসে কর্মখালি, বা তৃণমূলে লোক নেওয়া হচ্ছে, বা বিভিন্ন নেতাদের নাম করে জানিয়ে দেওয়া যে তৃণমূলে জায়গা ফাঁকা আছে।

এরপর থেকেই চাউর হয়েছে বিজেপি ঘেঁষা সাংবাদিকদের টুলকিট ব্যবহার করার জল্পনা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Trinamool Congress, #Toolkit, #journalists

আরো দেখুন