ত্রিপুরায় মাত্র ৩ মাসে টিম মমতার মিরাকল, প্রধান বিরোধী দল তৃণমূলে গর্বিত রাজীব
ত্রিপুরায় পুরভোটের দিনই সন্ত্রাসের অভিযোগ তুলেছিলেন রাজ্যে তৃণমূলের অবজারভার রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee on Tripura Municipal Election 2021)। ফলপ্রকাশের দিনও একই সুরে বক্তব্য রাখলেন তৃণমূল নেতা। ‘মাত্র ৩ মাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য নেতৃত্বে রাস্তায় নেমে মানুষের পাশে থাকার চেষ্টা করেছে এবং মানুষও এত কিছু উপেক্ষা করে যতটুকু ভোট দিতে পেরেছেন তার প্রতিফলনে আজকে ত্রিপুরা তৃণমূল কংগ্রেস প্রধান বিরোধী দলের ভূমিকায় এসেছে।’, গর্বিত রাজীব বন্দ্যোপাধ্যায়।
রাজীবের দাবি, ‘ভারতের রাজনৈতিক ইতিহাসে এটি বিরল যে, কোনও রাজনৈতিক দল তিন মাস লড়াই করে প্রায় ২৪ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। (Rajib Banerjee on Tripura Municipal Election 2021) ত্রিপুরার মানুষকে সঙ্গে নিয়ে এত সন্ত্রাস, এত রিগিং উপেক্ষা করে আজকে তৃণমূল কংগ্রেস প্রধাণ বিরোধী দলের ভূমিকায়। শাসকদল নিশ্চিতভাবেই চিন্তিত। বিজেপির ছেলেরা রিগিং করে ছাপ্পা দিয়েছে অনেক জায়গায়। কিছু কিছু জায়গায় বিজেপি তার নিজের গড় বাঁচাতে পারেনি। কোথাও কোথাও ইচ্ছা করে গণনাতে হারিয়ে দেওয়া হয়েছে। কোথাও ৫ ভোটে, কোথাও ৯ ভোটে, কোথাও ২৫ ভোটে, কোথাও ৪০০ ভোটের ব্যবধানে আমরা পরাজিত হয়েছি।’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আস্থা রাখার আবেদন জানিয়ে রাজীবের বার্তা, ‘বিগত পৌরসভা নির্বাচনে বিজেপি ১৪.১ শতাংশ ভোট পেয়েছিল। এরপরই তারা ২০১৮ সালে রাজ্যে ক্ষমতায় এসেছে। ২০২৩ এর বিধানসভা ভোটে ঠিক এইভাবেই পরিবর্তন আসবে। তৃণমূল কংগ্রেস পরিবর্তন এনে মানুষের পাশে থেকে ত্রিপুরার উন্নয়ন করার শপথ নিচ্ছে’। তাঁর কথায়, ‘আমরা ত্রিপুরাবাসীকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আপনারা এত সন্ত্রাসের মধ্যেও ভোট দিয়ে আমাদের প্রধান বিরোধী দলের জায়গা দিয়েছেন। তেলিয়ামুড়াতে ২৭.৫%, আমবাসায় ২৮%, আগরতলায় ২০% সোনামুড়াতে ২০% ভোট পেয়েছি।’