দেশ বিভাগে ফিরে যান

ত্রিপুরা হিংসা কাণ্ডে কেন্দ্র ও বিপ্লব দেবের বক্তব্য তলব করল সুপ্রিম কোর্ট

November 30, 2021 | < 1 min read

ত্রিপুরায় সাম্প্রদায়িক হিংসার অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্ত দাবির আবেদন শুনতে রাজি সুপ্রিম কোর্ট। ইথেশাম হাশমি নামে এক আইনজীবী এই আবেদন জানিয়েছিলেন। তার প্রেক্ষিতে সোমবার ত্রিপুরার বিপ্লব দেব সরকার ও কেন্দ্রকে নোটিস ধরাল শীর্ষ আদালত। এই ইস্যুতে দু’সপ্তাহের মধ্যে বক্তব্য পেশের নির্দেশও দেওয়া হয়েছে। আবেদনকারী হাশমির পক্ষে এদিন সুপ্রিম কোর্টে সওয়াল করেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তিনি বলেন, ‘ত্রিপুরায় সাম্প্রদায়িক দাঙ্গা ও পুলিসের নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়ে আমরা নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। হিংসা থামানোর ব্যবস্থা না করে হামলাকারীদের পক্ষ নেওয়ার অভিযোগ উঠেছে ত্রিপুরা পুলিসের বিরুদ্ধে। এই ইস্যুতে আদালতের নজরদারিতে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া হোক।’ ভূষণের আরও বক্তব্য, ‘কিছু আইনজীবী সেখানে বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন। তাঁদের নোটিস ধরানো হয়েছে। সাংবাদিকদের উপর ইউএপিএ ধারায় মামলা চাপানো হয়েছে। কিন্তু সাম্প্রদায়িক হিংসার অভিযোগ নিয়ে একটিও এফআইআর দায়ের করেনি পুলিস। কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। আমরা চাই, আদালতের নজরদারিতে তদন্ত করুক কোনও নিরপেক্ষ কমিটি।’ 

TwitterFacebookWhatsAppEmailShare

#tripura, #bjp, #supreme court, #Biplab Deb

আরো দেখুন