দেশ বিভাগে ফিরে যান

আজ সংসদে লখিমপুর কাণ্ড নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব দিল তৃণমূল

December 15, 2021 | < 1 min read

আজ রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব লখিমপুর কাণ্ড নিয়ে আলোচনার জন্য মুলতুবি প্রস্তাব দিয়েছেন। লখিমপুর কাণ্ডে আজ একজোট বিরোধীরা, অজয় মিশ্রের ইস্তফার দাবি তুলবেন সুস্মিতা। পরিকল্পনা আগেই ছিল, কৃষি আইন প্রত্যাহারের পর এবার লখিমপুর কাণ্ড নিয়ে সংসদে সরব হতে চলেছেন বিরোধীরা। সূত্রের খবর, এ দিন লোকসভা ও রাজ্যসভায় লখিমপুর কাণ্ড নিয়ে আলোচনার দাবি জানাবে বিরোধীরা।

৩ অক্টোবর উত্তর প্রদেশের লখিমপুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্র ও উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের। যাওয়ার পথেই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিলেন কৃষকরা। সেই সময়ই একটি কালো রঙের এসইউভি গাড়ি কৃষকদের চাপা দেয়। ঘটনায় চার কৃষকের মৃত্যু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মারা যান এক সাংবাদিক সহ আরও চারজন। বর্তমানে সুপ্রিম কোর্টে বিষয়টি বিচারাধীন রয়েছে।

আজকের সংসদ অধিবেশনে কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস মূলত মূল্য়বৃদ্ধি ও লখিমপুর কাণ্ড নিয়েই সরব হবেন বলে জানা গিয়েছে। লোকসভায় তৃণমূল সাংসদ সৌগত রায় মূল্যবৃদ্ধি নিয়ে সরব হবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rajya Sabha, #trinamool, #Lakhimpur case

আরো দেখুন