নারেগায় সর্বোচ্চ বকেয়া বাংলার, সংসদে স্বীকার মোদী সরকারের
মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পে বিভিন্ন রাজ্যের কী পরিমাণ টাকা বকেয়া আছে? টাকা বকেয়া থাকার কারণ কী? বকেয়া টাকা পরিশোধ করার জন্য কেন্দ্র কি কোনও সময়সীমা নির্দিষ্ট করেছে? কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কাছে এই প্রশ্নগুলির উত্তর জানতে চান লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
উত্তরে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি বলেন, ২০২১-২২ অর্থবর্ষে এমজিএনআরইজিএস প্রকল্পে ৭৩০০০ কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছিল। কিন্তু কাজের চাহিদা বাড়ায় চলতি অর্থবছরের এই প্রকল্পে বরাদ্দের পরিমাণ আরও ১০ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, চলতি অর্থবর্ষের ৮ ডিসেম্বর পর্যন্ত সবচেয়ে বেশি টাকা বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। এরাজ্যের পাওনা ১৫২৬ কোটি টাকা। বকেয়ার দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কর্নাটক ও মধ্যপ্রদেশ। এই দুই রাজ্যের বকেয়া যথাক্রমে ৬১৩ ও ৫৬১ কোটি টাকা। এছাড়াও অসম, অরুণাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর, ঝাড়খণ্ড, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, পুদুচেরি এবং লাদাখে বেশ কিছু বকেয়া আছে৷