কলকাতা বিভাগে ফিরে যান

৫০ জায়গায় নাকা চেকিং, ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা পুরসভা ভোটে

December 17, 2021 | < 1 min read

দু’দিন পরেই কলকাতা পুরসভার ভোট গ্রহণ৷ তা অবাধ ও শান্তিপূর্ণ করার আশ্বাস দিলেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক পি উল্গানাথন৷ শুক্রবার জেলাশাসক বলেন, কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে সবরকম ব্যবস্থা করা হয়েছে৷ করোনা পরিস্থিতির দিকেও নজর রাখা হয়েছে৷ সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মোতায়েন থেকে শুরু করে বুথে বুথে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে৷

> পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডে ৯৫০ জন ভোট প্রার্থী৷ তাঁদের মধ্যে ৩৭৮ জন নির্দল প্রার্থী ৷

>  মোট ভোটার সংখ্যা ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫৭ জন । 

>  মোট ভোট গ্রহণ কেন্দ্র ৪,৯৫৯টি ৷ তার মধ্যে ৭৮৬টি সংবেদনশীল ভোটকেন্দ্র৷

>  প্রতি ভোট গ্রহণ কেন্দ্র থেকে ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা লাগু থাকবে৷ চার জনের বেশি জমায়েতে নিষেধ৷

>  মোট ভোটকর্মী ২৬ হাজার ৷

>  বরো আটের ৬৯ নম্বর ওয়ার্ড ও ১০ নম্বর বরোর ৯৩ নম্বর ওয়ার্ডে মহিলা ভোটকেন্দ্র । নিরাপত্তারক্ষী, ভোটকর্মী সকলেই মহিলা৷ 

>  ৫০টি নাকা চেকিং পয়েন্ট। ডায়মন্ড হারবার, হাওড়া ও বিধান নগর অঞ্চলেও নাকা চেকিং।

>  ১৪৪টি ওয়ার্ডে ৪০০০ স্বাস্থ্য কর্মী ৷ ৩২টি অ্যাম্বুলেন্সকে রাখা হচ্ছে৷ প্রতি বরোতে ২টি করে অ্যাম্বুলেন্স৷ সব মিলিয়ে ৮ লক্ষ মাস্ক বিতরণ৷ 

>  ৪৪০০টি থার্মাল গান৷ অতিরিক্ত গ্লাভস এবং স্যানিটাইজার দেওয়া হবে।

>  ২১শে ডিসেম্বরে ভোট গণনা ।

>  ১১টি ভোট গণনা কেন্দ্র ৷

TwitterFacebookWhatsAppEmailShare

#KMC Election

আরো দেখুন