বর্ষশেষে উৎসবের মরশুমে দেশজুড়ে ওমিক্রন সংক্রমণ বেড়ে ৪২২
বছর শেষে করোনার নয়া আতঙ্ক বিশ্বজুড়ে। দেশ তথা বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন সংক্রমণ, একমাসেই বিশ্বের ১০৮টি দেশে ছড়িয়ে পড়েছে নতুন ভ্যারিয়েন্ট।এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪২২।
বিশেষজ্ঞদের মতে ওমিক্রনে সংক্রমণ মৃদু হয় এবং মৃত্যু হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু তাদের এই অভয়বাণী সত্ত্বেও উদ্বেগ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১০০ গন্ডি পেরিয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের তরফে সমস্ত রাজ্যগুলিতে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছ। বৃহস্পতিবারই ওমিক্রন পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। ওমিক্রন আতঙ্কের মাঝেই গতকাল জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেন, ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সীদের করোনা টিকা দেওয়া হবে। পাশাপাশি, সতর্কতামূলক ডোজ পাবেন ষাটোর্ধ্ব স্বাস্থ্যকর্মী ও করোনাযোদ্ধারা। ১০ জানুয়ারি থেকে চিকিৎসকদের পরামর্শের ভিত্তিতে ষাটোর্ধ্বদের জন্য করোনার প্রিকশন ডোজ চালু হবে বলে জানান তিনি। এদিকে ওমিক্রন নিয়ে সবথেকে খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রে। সেখানে মোট ১০৮ জন ওমিক্রন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। রাজধানী দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৯। গুজরাত ও তেলেঙ্গানাতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৪৩ এবং ৪১ জন। এই পরিস্থিতিতে সকলকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে স্বাস্থমন্ত্রকের তরফে।