রাজ্য বিভাগে ফিরে যান

৫০% আসন নিয়ে খোলা যাবে বিউটি পার্লার, সাঁলো, নতুন নির্দেশিকায় ছাড় নবান্নের

January 8, 2022 | < 1 min read

আজ থেকেই ৫০ শতাংশ আসন নিয়ে চালু হতে পারে বিউটি পার্লার, সাঁলো। নতুন নির্দেশিকায় এমনটাই জানাল নবান্ন।

গত ২ জানুয়ারি রাজ্য সরকার জানিয়েছিল ৩ জানুয়ারি থেকে সুইমিং পুল, স্পা, সেলুন, বিউটি পার্লার ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। সেই নির্দেশিকাই বহাল ছিল এ কয়েক দিন। কিন্তু এ বার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল সেলুন এবং বিউটি পার্লারের ক্ষেত্রে। তবে রাত ১০ দশটা পর্যন্ত খোলা থাকবে।

নয়া নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত কোভিডবিধি মেনে সেলুন এবং বিউটি পার্লার খোলা রাখতে হবে। সেলুন এবং পার্লারের কর্মী এবং গ্রাহকদের দু’টি টিকাই নেওয়া আছে কি না তা নিশ্চিত করতে হবে মালিকদের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Beauty Parlor, #West Bengal, #Corona Update, #Salone Reopening

আরো দেখুন