স্বাস্থ্য বিভাগে ফিরে যান

ঘরে বসে কীভাবে করবেন র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট? জানুন খুঁটিনাটি

January 11, 2022 | 2 min read

সারা দেশের করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপ দিকে যাচ্ছে। একই অবস্থা আমাদের রাজ্যেরও। এখানেও ঊর্ধ্বমুখী করোনা (Corona) আক্রান্তের সংখ্যা। আর এমন পরিসংখ্যানেই বেশ আশঙ্কায় রয়েছেন একদল বিশেষজ্ঞ। এক্ষেত্রে পরিস্থিতি মোটের উপর স্বাভাবিক করতে বেশি বেশি মানুষের টেস্ট (Corona Test) করার পক্ষে রায় দিচ্ছেন তাঁরা।

এখন প্রায় ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি। এমন অবস্থায় বহু মানুষ এই সমস্যা থাকা সত্ত্বেও করোনার পিসিআর (RT PCR) টেস্ট করাচ্ছেন না। আর এই পিসিআর টেস্ট না করানোর ফলেই রোগ ধরা পড়ছে না। এই মানুষগুলি সমস্যা নিয়েই রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। ছড়াচ্ছেন রোগ।

তবে পিসিআর টেস্ট না করুন সর্দি, কাশি হলে Rapid টেস্ট তো (Rapid Antigen Test) নিজে বাড়িতেই করা যেতে পারে। অন্তত সেই টেস্টটুকু সেরে নিতে পারলেই অনেক সমস্যার হবে সমাধান। তারপর নিয়ে ফেলুন চিকিৎসকের পরামর্শ।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ ১২টি Rapid অ্যান্টিজেন টেস্ট কিট (Corona Self Rapid Antigen Test) ব্যবহারের ছাড়পত্র দিয়েছে। এই কিট বাজারেও কিনতে পাওয়া যায়। এই কিট কিনে এনে আপনি বাড়িতে অনায়াসে করতে পারে করোনা টেস্ট।

কতটা সঠিক এই টেস্ট?

বেশিরভাগ ক্ষেত্রেই এই টেস্ট সঠিক ফলাফল দেয় বলেই মত দিচ্ছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে এই টেস্টের ফলাফল জানার পর বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়াটাই বুদ্ধমানের কাজ হবে জানাচ্ছেন তাঁরা। তিনিই বলবেন পরবর্তী সময়ে আরটি পিসিআর টেস্ট করাতে হবে কিনা।

কী ভাবে এই টেস্ট কিট ব্যবহার করবেন?
১. ওষুধের দোকান বা অনলাইন ফার্মেসি থেকে কিনে ফেলুন একটি Rapid টেস্ট কিট।
২. টেস্ট করার আগে নিজের হাত ভালো করে সাবান দিয়ে ধুয়ে দিন। পারলে হাত করে ফেলুন স্যানিটাইজ।
৩. এরপর কোনও পরিষ্কার জায়গায় Rapid টেস্ট কিট প্যাকেট খুলুন।
৪. প্যাকেট খোলার ৩০ মিনিটের মধ্যে টেস্ট করতেই হবে।
৫. এরপর তরল থাকা নলটির মুখ ধীরে ধীরে খুলুন।
৬. এবার নমুনা নেওয়ার জন্য ব্যবহৃত ছোট দণ্ডটি প্যাকেট থেকে খুলে ফেলুন।
৭. ওই দণ্ডটির মুখের কাছে তুলো রয়েছে। সেই জায়গাটি ধরবেন না।
৮. এবার দণ্ডটির তুলো দেওয়া দিকটি নাকে প্রবেশ করান। ২ থেকে ৪ সেমি ভিতরে প্রবেশ করান।
৯. দুই নাকেই একে একে এই দণ্ড প্রবেশ করাতে হবে।
১০. প্রতি নাকে প্রবেশ করানো অবস্থায় ৫ বার দণ্ডটিকে ঘোরান।
১১. এরপর সেই দণ্ডটিকে বের করে এনে ওই তরল ভর্তি নলের মধ্যে ঢোকান।
১২. এরপর সেই নলের মধ্যে থেকে প্রয়োজন মতো নুনা ফেলুন টেস্ট কিটে।
১৩. টেস্ট কিটের একটি বিশেষ জায়গায় কয়েকটি দাগ ফুটে উঠবে। তার মাধ্যমেই আপনি জানতে পারবেন আপনি পজিটিভ না নেগেটিভ।
১৩. এছাড়া এই টেস্ট কিটগুলির অ্যাপ রয়েছে। সেই অ্যাপ থেকেও আপনি প্রয়োজনীয় তথ্য পেতে পারেন।
১৪. এছাড়া সমস্ত পদ্ধতিটিই লেখা থাকবে প্যাকেটে। তাই চাইলে এবার বাড়িতেই সেরে ফেলতে পারেন টেস্ট।

তবে সংস্থা ভেদে এই পদ্ধতি সামান্য বদলে যেতে পারে। তাই টেস্ট করার আগে প্যাকেটে লেখা পদ্ধতিটি পড়ে নিন ভালো করে।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid19, #corona test, #rapid antigen test

আরো দেখুন