বিজেপির দিল্লির সদর দপ্তরে আক্রান্ত ৪২ জন
বিজেপির সর্বভারতীয় সদর দপ্তরে রকেটের গতিতে সংক্রমণ ছড়াচ্ছে নভেল করোনা ভাইরাস। ১১ নম্বর অশোক রোডে (11 Ashoka Road) এখন রীতিমতো করোনার আতঙ্ক। একদিনে মারণ ভাইরাসের কবলে পড়েছেন বিজেপি দপ্তরে কর্মরত ৪২ জন। অন্যদিকে মঙ্গলবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির (Nitin Gadkari) করোনায় আক্রান্ত হওয়ার খবর মিলেছে।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) করোনায় আক্রান্ত হওয়ার পর সোমবার দলের সদর দপ্তরে গণহারে পরীক্ষা করানো হয়। রিপোর্টে দেখা যাচ্ছে কেন্দ্রের শাসক দলের সদর দপ্তরের কর্মী এবং নেতা মিলিয়ে ৪২ জন করোনার কবলে পড়েছেন। এদের মধ্যে একদিকে যেমন পার্টি অফিসের কর্মীরা রয়েছেন, অন্যদিকে তেমন রয়েছেন দলের পদাধিকারীরাও। সংক্রমিত সকলকেই আইসোলেশনে পাঠানো হয়েছে। বিজেপি সদর দপ্তর নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে বলেও সূত্রের দাবি।
চিন্তার বিষয় হল, বিজেপির এই সদর দপ্তরেই গতকাল গভীর রাত পর্যন্ত উত্তরপ্রদেশের নেতাদের নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি অমিত শাহ (Amit Shah)। সেই বৈঠকে ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ উত্তরপ্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৃহস্পতিবার আবার এই অশোক রোডের অফিসেই যোগীদের নিয়ে বৈঠকে বসার কথা খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। স্বাভাবিকভাবেই দলের সদর দপ্তরের এই ৪২ জন কর্মীর আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বাড়ছে।
এদিকে, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) পর কেন্দ্রীয় মন্ত্রিসভার আরেক সিনিয়র সদস্য নীতীন গড়করিও করোনায় আক্রান্ত হয়ছেন। আপাতত হোম আইসোলেশনেই রয়েছেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার আক্রান্ত হলেন গড়করি। ২০২০ সালের সেপ্টেম্বর মাসে একবার করোনার কবলে পড়েছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী।