দেশ বিভাগে ফিরে যান

দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ, আক্রান্তের সংখ্যা পৌঁছল ১ লক্ষ ৯৪ হাজারে

January 12, 2022 | < 1 min read

লাফিয়ে বেড়ে দেশের দৈনিক কোভিড সংক্রমণ ফের পৌঁছে গেল দু’লক্ষের দোরগোড়ায়। দৈনিক আক্রান্তের সংখ্যা দশ হাজারের কম থেকে এই পর্যায়ে পৌঁছল দু’সপ্তাহের মধ্যে! গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৯৪ হাজার ৭২০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ৩ কোটি ৬০ লক্ষ ছাড়িয়েছে।

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে বেড়েছে দৈনিক মৃতের সংখ্যা। ৪৪২ জনের প্রাণ করোনাভাইরাস কেড়েছে গত এক দিনে। দেশের সব রাজ্যে আক্রান্ত বাড়লেও মৃতের সংখ্যা বেশি কেরলে। করোনাভাইরাসের ওমিক্রন রূপে আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে ৪ হাজার ৮৬৮তে। দেশে ওমিক্রণে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে।

দ্বিতীয় ঢেউয়ের পর দেশে সংক্রমণের হার ফের ১০ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হার ১১.০৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য জানাচ্ছে, গত সপ্তাহ জুড়ে দেশের ২৯টি রাজ্যের অন্তত ১২০টি জেলায় সংক্রমণের হার ছিল ১০ শতাংশের বেশি। এই তথ্য দেখাচ্ছে দেশের অধিকাংশ এলাকায় কী ভাবে বাড়ছে কোভিড সংক্রমণ। এর মধ্যয়ে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। এর পর রয়েছে দিল্লি এবং পশ্চিমবঙ্গ।

TwitterFacebookWhatsAppEmailShare

#covid 19, #Corona pandemic, #India Fights Corona, #Corona Virus

আরো দেখুন