দেশ বিভাগে ফিরে যান

করদাতাদের স্বস্তি দিয়ে আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়াল কেন্দ্র

January 12, 2022 | < 1 min read

সময়সীমা পেরিয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই। এবার করদাতাদের স্বস্তি দিয়ে আয়কর রিটার্ন দাখিলের মেয়াদ বাড়াল কেন্দ্র। কোভিড পরিস্থিতি এবং ই-ফাইলিংয়ে সমস্যার কথা মাথায় রেখে রিটার্ন জমার সময়সীমা ১৫ মার্চ পর্যন্ত করা হয়েছে। মঙ্গলবার এই মর্মে টুইট করে আয়কর দপ্তর। পাশাপাশি, অর্থমন্ত্রকের তরফ থেকেও বিবৃতি দিয়ে এই নতুন তারিখের কথা জানানো হয়েছে।

আয়কর দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমে ২০২১-২২ অ্যাসেসমেন্ট ইয়ারের রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ছিল ৩০ নভেম্বর। পরে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর করা হয়। এই দফায় সময়সীমা করা হয়েছে ১৫ মার্চ। অর্থাৎ নাগরিকরা আরও অতিরিক্ত আরও দু’মাস সময় পাবেন। পাশাপাশি, অন্যান্য অডিট রিপোর্ট জমার সময়সীমা ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর রাজস্ব সচিব তরুণ বাজাজ বলেছিলেন, রিটার্ন জমার সময়সীমা বৃদ্ধির কোনও প্রস্তাব নেই। তারপর মঙ্গলবার এই সিদ্ধান্ত নেওয়া হল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Nirmala Sitharaman, #Income tax, #India

আরো দেখুন