উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

শিলিগুড়ি পুরভোটের পর রাজু বিস্তকে রাজনৈতিক পাঠ দেবেন বলে কটাক্ষ গৌতম দেবের

January 13, 2022 | < 1 min read

শিলিগুড়ির পুরভোট ঘিরে তৃণমূল এবং বিজেপি-র মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। ওই পুরসভা বিজেপি-র হাতে তুলে দিতে তলায় তলায় তাদের হয়েই কাজ করছে তৃণমূলের ১৫ জন। এমনটাই দাবি করেছিলেন পাহাড়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা। সেই কথা শুনে বিজেপি সাংসদের উদ্দেশে তৃণমূল নেতা গৌতম দেবের কটাক্ষ, ‘‘ভোটের পর এক দিন ক্লাস নেব তোমার।’’


মঙ্গলবার নির্বাচনী ইস্তাহার প্রকাশ করে দার্জিলিং জেলা বিজেপি। সেখানে রাজু দাবি করেন, ‘‘আমাদের অন্তর্বর্তী রিপোর্ট অনুযায়ী, ৪৭টি আসনের মধ্যে আমরা ৩৬টিতে এগিয়ে আছি। শুধু তাই নয়, ৪৭টার মধ্যে তৃণমূলের ১৫ জন আমাদের সঙ্গে সম্পর্ক রাখছেন। যাঁরা তৃণমূলকে হারাবেন। এর বেশি কিছু বলা উচিত হবে না।’’

রাজুর এই দাবি স্বাভাবিক ভাবেই শোরগোল ফেলে দেয়। যদিও তাতে আমল দিচ্ছে না তৃণমূল। বরং কিছুটা কটাক্ষের সুরেই গৌতম বলেন, ‘‘রাজু রাজনীতিতে নতুন। ওর আরএসএস-এর দপ্তরে গিয়ে প্রশিক্ষণ নেওয়া উচিত। যুদ্ধক্ষেত্রে কি পাকিস্তানের জেনারেলকে বলে দেব, তোমার ওই লোকটা আমাকে সমর্থন করছে? এটাও তো একটা যুদ্ধ। ও তা হলে তৃণমূলের শুভাকাঙ্ক্ষী। না হলে এ সব প্রকাশ্যে বলার অর্থ কী? ও কি আমাদের সমর্থন করতে চায়? যুদ্ধক্ষেত্রে কেউ এমন লুজ বল দেয় না। ওকে বলতে চাই, নির্বাচনের পর এস এক দিন ক্লাস নেব তোমার।’’

বর্তমানে গৌতম শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রাক্তন চেয়ারম্যান। তাঁর ব্যাখ্যা, ‘‘এগুলো বলে বিভ্রান্তি তৈরি করতে চাইছে।’’ পাশাপাশি তাঁর খোঁচা, ‘‘ওদের (বিজেপি-র) বিধায়ক ৭৭ থেকে নেমে এখন মনে হয় ৬৭ হয়ে গিয়েছে। এ বার ৭ হয়ে যাবে। রাজু আগে ওটা সামলাক।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #tmc, #Raju Bista, #Gautam Deb, #SMC

আরো দেখুন