উর্দ্ধমুখী করোনা গ্রাফ, ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পেরোল ২ লক্ষ ৬৮ হাজার
কোনও ভাবেই করোনা (Corona) সংক্রমণে রাশ টানা যাচ্ছে না দেশে৷ সবচেয়ে বেশি চিন্তায় ফেলেছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, দিল্লি তামিলনাড়ু ও কর্নাটক। প্রায় প্রতিদিনই নতুন রেকর্ড গড়ছে সংক্রমণের সংখ্যা৷ একই হারে বৃদ্ধি পাচ্ছে পজিটিভিটি রেট (Corona India)৷ শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ২ লক্ষ ৬৮ হাজার ৮৩৩ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ যা শুক্রবারের তুলনায় প্রায় ৫ হাজার বেশি।
শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০২ জনের। দেশে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮৫ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ লক্ষ ২২ হাজার ৬৮৪ জন। এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪৯ লক্ষ ৪৭ হাজার ৩৯০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। পাল্লা দিয়ে বেড়েছে অ্যাকটিভ কেস। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ১৪ লক্ষ ১৭ হাজার ৮২০ জন। পটিজিভিটি রেট ১৬.৬৬ শতাংশ।
মোট আক্রান্তের মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত ৪৩ হাজারেরও বেশি। পশ্চিমবঙ্গ ২৪ ঘণ্টায় ২২৬৪৫ জন আক্রান্ত। দিল্লি গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২৪৩৮৩ জন। একদিনে তামিলনাড়ু ও কর্নাটকে যথাক্রমে ২৩৪৫৯ ও ২৮৭২৩ জন আক্রান্ত হয়েছেন। কোভিড মোকাবিলায় টিকাকরণে জোর দিয়েছে সরকার। এখনও পর্যন্ত দেশে ১৫৬ কোটির বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫৮ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।
কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়ার পর এই প্রথম, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বৈঠকে উপস্থিত ছিলেন রাজস্থান, অসম, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, পদুচেরি, ছত্তীসগঢ়, ত্রিপুরা-সহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী৷ মোদি বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে একমাত্র অস্ত্র ভ্যাকসিন। টিকাই পারবে করোনার সঙ্গে জোর টক্কর দিতে৷ আঞ্চলিকভাবে কোভিড মোকাবিলার উপর জোর দেন প্রধানমন্ত্রী।