রাজ্য বিভাগে ফিরে যান

কাদা ছোড়াছুড়ি বন্ধ রাখুন না হলে কড়া ব্যবস্থা, দলীয় নেতাদের বার্তা পার্থর

January 15, 2022 | 2 min read

নাম না করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের (Kalyan Banerjee) সতর্ক করলেন তৃণমূল কংগ্রেসের (TMC) মহাসচিব তথা দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান পার্থ চট্টোপাধ্যায় (Partha Chaterjee) ৷ স্পষ্ট করে দিলেন, আজকের পর থেকে দলের কোনও সদস্য প্রকাশ্যে এমন কোনও বিবৃতি দিতে পারবেন না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়৷ যদি এই নির্দেশ না মানা হয়, তাহলে শৃ্ঙ্খলারক্ষা কমিটি দলকে প্রস্তাব দেবে  সংশ্লিষ্ট ওই ব্যক্তিকে কঠোর থেকে কঠোর পদক্ষেপ করার জন্য৷

দিনদুয়েক ধরে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্য ঘিরে তৃণমূলের অন্দরে  ক্ষোভ-বিক্ষোভ শুরু হয়৷ কল্যাণ সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক মন্তব্যকে দল বিরোধী বলে কটাক্ষ করেন৷ তারপরেই কল্যাণের বিরুদ্ধে মুখ খোলেন দলের মুখপাত্র তথা দলের অন্যতম রাজ্য সম্পাদক কুণাল ঘোষ৷ শিরদাড়া বেয়ে বিতর্ক উপরে ওঠার আগেই তাতে ঘি ঢালতে শুরু করেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার৷ কল্যাণকে লোকসভার মুখ্যসচেতকের পদ থেকে সরানোর দাবি তোলেন তিনি৷ এর পাশাপাশি তৃণমূলের আরও সমর্থক-কর্মীরা কল্যাণের বিরুদ্ধে সরব হন৷ সোশ্যাল মিডিয়ায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন৷

পুরভোটের আগে কোথাও যেন তৃণমূলের একটি অংশে তাল কাটছে বলে মনে হয়৷ বিষয়টি জানানো হয় দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে৷ পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃ্ত্বাধীন কমিটি৷ তারপরই পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দেন,  ভবিষ্যতে শৃ্ঙ্খলা ভাঙলে কঠোর পদক্ষেপ করা হবে৷ আগামিদিনে এজাতীয় বিবৃতি প্রকাশ্যে দিলে দল যে কঠোর পদক্ষেপ করবে সেটাও বুঝিয়ে দেন তিনি৷

প্রসঙ্গত, গতকালই লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রতিটি সাংসদকে নির্দেশ দিয়েছিলেন প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে  অবশ্যই যেন দলের সঙ্গে আলোচনা করে নেওয়া হয়৷ তারপরই শৃঙ্খলারক্ষা কমিটি বুঝিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস কোনও অন্যায়কে সহ্য করবে না, অন্যায় প্রশ্রয় দেবে না৷

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #Kalyan Banerjee, #partha chatterjee

আরো দেখুন