রাজ্য বিভাগে ফিরে যান

কোন্দলের জেরেই বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর গ্রেপ্তারের দাবি? পোস্টার বনগাঁ লোকালে

January 15, 2022 | 2 min read

গোষ্ঠীদ্বন্দ্বে টালমাটাল বঙ্গ বিজেপি (BJP Bengal)। বিধানসভা নির্বাচনে বাংলায় ভরাডুবির পর দল ছেড়েছেন একাধিক বিধায়ক-নেতা। অনেকে দলে থাকলেও নিয়ম করে শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিচ্ছেন। সংগঠনের শীর্ষ পদাধিকারীদের ভূমিকা নিয়েও ক্ষোভ বাড়ছে তৃণমূল স্তরে। এবার বঙ্গ বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর (Amitava Chakraborty) গ্রেফতারির দাবিতে পোস্টার পড়ল ট্রেনে।

বনগাঁ থেকে শিয়ালদহগামী লোকাল ট্রেনের কামরায় পোস্টার সাঁটিয়ে অমিতাভর গ্রেফতারির দাবি জানানো হয়েছে। দিনকয়েক আগে অমিতাভ চক্রবর্তীর নামে ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা ছড়ায়। একাধিক ফেসবুক পোস্টে দাবি করা হয়, বিজেপির ভার্চুয়াল মিটিংয়ে অমিতাভ চক্রবর্তী স্বীকার করেছেন পিকের টিমের সাথে ওনার কথা হয়। এই পোস্ট ভাইরাল হতেই দলের অন্দরে তোলপাড় পড়ে যায়।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অমিতাভ চক্রবর্তীর গ্রেফতারির দাবিতে ট্রেনে পোস্টার পড়ল। ওই পোস্টারে লেখা হয়েছে, ‘মদ্যপ, লুচ্চা, চিটিংবাজ অমিতাভ চক্রবর্তীর কালো হাত ভেঙে দাও। রাজ্য বিজেপিকে বাঁচাতে কলঙ্কিত, মাতাল, লুচ্চা, গরু পাচারকারী সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তীর অপসারণ চাই। গরু পাচারকারী অমিতাভকে (org BJP) গ্রেফতার করতে হবে।’

ওই ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, শিয়ালদহগামী ডাউন ট্রেনটি বনগাঁ থেকে ছাড়ার পর গোবরডাঙা স্টেশনে এসে দাঁড়াতেই একদল যুবক এসে ট্রেনের বাইরে পোস্টার মারে। ওই যুবকদের কেউই চিনতে পারেনি। শুক্রবার দলের সমস্ত শাখা ও সেল ভেঙে দিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সূত্রের খবর, আরএসএস থেকে আসা অমিতাভ চক্রবর্তী রাজ্য কমিটি ও জেলা সভাপতিদের তালিকা তৈরি করাতেই অসন্তোষ ছড়িয়েছে।

বিজেপির অন্দরে বিক্ষুব্ধের সংখ্যা ক্রমেই বাড়ছে। পরবর্তী কার্যক্রম ঠিক করতে বিদ্রোহী নেতারা আজ রাতে কলকাতায় বৈঠকে বসতে পারেন, এমনটাই খবর সূত্রের। শান্তনু ঠাকুর, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রীতেশ তিওয়ারি, জয়প্রকাশ মজুমদার, সায়ন্তন বসু সহ একাধিক বিদ্রোহীরা বৈঠকে যোগ দিতে পারেন। দলের রাজ্য সংগঠনকে ঢেলে সাজানোর দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে পারেন তাঁরা।  

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #Amitava Chakraborty

আরো দেখুন