রাজ্য বিভাগে ফিরে যান

লালকেল্লায় বাদ গেলেও রেডরোডের কুচকাওয়াজে থাকছে নেতাজি ট্যাবলো

January 18, 2022 | < 1 min read

সাধারণতন্ত্র দিবসে দেশের রাজধানীতে মূল অনুষ্ঠান থেকে নেতাজির ট্যাবলো বাদ দিয়েছে মোদি সরকার। তা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভও জানিয়েছেন। তবে কলকাতার রেড রোডে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী স্মরণে থাকবে ট্যাবলো। আর রেড রোডে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানাবেন স্বয়ং মুখ্যমন্ত্রী। দিল্লির অনুষ্ঠান থেকে বাংলার ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত বাংলার নাগরিকদের মর্মাহত‌ করেছে। উল্লেখ্য, ২০১৯ সালেও বাংলার ‘একতাই সম্প্রীতি’ থিমের ট্যাবলো বাদ দিয়েছিল কেন্দ্র। সেবারও রেড রোডের অনুষ্ঠানে একই থিমের ট্যাবলো ফিরিয়ে আনা হয়েছিল। এ বছর ২৬ জানুয়ারি মাত্র আধ ঘণ্টার অনুষ্ঠান হবে কলকাতার রেড রোডে। সেখানে নেতাজি-ট্যাবলো ছাড়াও কলকাতা পুলিসের ট্যাবলো থাকবে। সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করবে ভারতীয় সেনা, নৌসেনা ও বায়ুসেনা। পাশাপাশি কলকাতা পুলিস ও রাজ্য সশস্ত্র পুলিসও অংশ নেবে অনুষ্ঠানে। সামান্য সময় হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শকশূন্য রাখা হবে চত্বর।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mamata Banerjee, #Red Road, #Netaji tableau

আরো দেখুন