আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

কাশ্মীর সমস্যার সমাধান হবে শান্তিপূর্ণভাবেই, দাবি রাষ্ট্রসঙ্ঘের

January 23, 2022 | < 1 min read

ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণভাবেই কাশ্মীর সমস্যার সমাধান হবে। এমনটাই আশা প্রকাশ করেছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল (মহাসচিব) অ্যান্তোনিও গুতেইরেস। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে এক পাক সাংবাদিক কাশ্মীর ইস্যু নিয়ে প্রশ্ন করেন। তার জবাবে গুতেইরেস বলেন, আমি আশা করি, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণভাবেই কাশ্মীর সমস্যার সমাধান হবে।

এব্যাপারে একাধিকবার মধ্যস্থতার প্রস্তাব দিয়েছি। আমাদের আশা, শান্তির পথেই এর সমাধানসূত্রে মিলবে। তাঁর প্রত্যাশা, উপত্যকায় প্রতিটি মানুষের মানবাধিকার রক্ষা করা হবে। তাঁরা শান্তিতে এবং সুরক্ষিতভাবে বেঁচে থাকতে পারবেন। এই ইস্যুতে রাষ্ট্রসঙ্ঘের অবস্থান একই রয়েছে বলে সাফ জানিয়েছেন গুতেইরেস।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #pakistan, #United Nations, #Antonio Guterres, #Kashmir issue

আরো দেখুন