দেশ বিভাগে ফিরে যান

গুয়াহাটি হাইকোর্টে মামলা করে অসমের বাঙালি ফিরে পেলেন ভারতের নাগরিকত্ব

January 24, 2022 | < 1 min read

ছবি: প্রতীকী

ফরেন ট্রাইবুনালের শুনানিতে হাজির হননি তাঁর আইনজীবী। এর জেরে বেআইনি শরণার্থী ঘোষণা করা হয় অসমের কাছাড় জেলার বাসিন্দা শেফালি রানি দাসকে। মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর। তবে হাল ছাড়েননি। ট্রাইবুনালের রায়কে চ্যালেঞ্জ করে গুয়াহাটি হাইকোর্টে মামলা করেন তিনি। আদালতে মধ্যস্থতায় শেষ পর্যন্ত নাগরিকত্ব ফিরে পেলেন শেফালি দেবী।

জানা গিয়েছে, লেখি দাসের মেয়ে শেফালির বাড়ি কাছাড় জেলার সোনাইয়ের মোহনখালে। ২০১৫ সালে তাঁর নাগরিকত্ব নিয়ে মামলা দায়ের হয়। নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তাঁকে হাজির হতে বলে আদালত। সেইমতো পৌঁছেও গিয়েছিলেন তিনি। সহায়তার জন্য একজন আইনজীবী নিয়োগ করেছিলেন শেফালি। কিন্তু, শুনানির দিন তিনি হাজির হননি। পরে একাধিকবার এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতে থাকে। এর ফলে ২০১৭ সালে ১৯ সেপ্টেম্বর কাছাড়ের ওই বাঙালি মহিলাকে অবৈধ শরণার্থী ঘোষণা করা হয়। গত বছর ট্রাইবুনালের রায়কে চ্যালেঞ্জ করে গুয়াহাটি হাইকোর্টে মামলা করেন শেফালি। বিচারপতি সমস্ত নথিপত্র খতিয়ে দেখেন। ১৭ জানুয়ারি ট্রাইবুনালের সদস্য (বিচারক) ধর্মানন্দ দেব নাগরিকত্ব সংক্রান্ত কাগজপত্র দেখে শেফালিকে ভারতীয় বলে ঘোষণা করেন।   

TwitterFacebookWhatsAppEmailShare

#Guwahati, #Shefali Devi, #Bengali, #assam, #citizenship

আরো দেখুন