কলকাতা বিভাগে ফিরে যান

এখনও সঙ্কটজনক সন্ধ্যা মুখোপাধ্যায়, পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে

January 28, 2022 | < 1 min read

এখনও সঙ্কটজনক সন্ধ্যা মুখোপাধ্যায়। ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন তিনি। সূত্রের খবর, নবতিপর শিল্পীর চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হচ্ছে। হাসপাতাল সূত্রে খবর, স্বাস্থ্যের সামান্য উন্নতি হয়েছে সন্ধ্যার। তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ রয়েছে বলে খবর। তার মধ্যে তিনি কোভিড আক্রান্তও। সূত্রের খবর, কী কী চিকিৎসা হবে তা নিয়ে শুক্রবার আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড।

বৃহস্পতিবার অসুস্থ গায়িকাকে গ্রিন করিডর করে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একাধিক শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। নিউমোনিয়াও আছে। একই সঙ্গে বিকেলে সন্ধ্যার কোভিড রিপোর্টও পজিটিভ আসে।

বৃহস্পতিবার সন্ধে নাগাদ গায়িকাকে দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনিই জানান, সন্ধ্যাকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। চিকিৎসাধীন শিল্পীর দ্রুত আরোগ্য কামনা করছেন শিল্পী মহল থেকে সাধারণ মানুষ।

TwitterFacebookWhatsAppEmailShare

#SSKM, #Health Update, #Sandhya Mukherjee

আরো দেখুন