রাজ্য বিভাগে ফিরে যান

বাংলাজুড়ে বাতিল ২৪টি ট্রেন – রেলের হঠকারী সিদ্ধান্তে ভোগান্তি যাত্রীদের

January 31, 2022 | < 1 min read

ছবি: প্রতীকী

একটানা চারদিন হিজলি স্টেশনে কাজ চলার জন্য এবার মোট ২৪ টি ট্রেন বাতিল করল ইস্ট-কোস্ট রেল। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি থেকে আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল থাকছে ট্রেনগুলি। দুর্ঘটনা নিয়ন্ত্রণে এবং যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই ইন্টার লকিংয়ের কাজ দ্রুত শেষ করার চেষ্টা চলছে। সেকারণেই বেশ কিছু দূরপাল্লার ট্রেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বন্ধ থাকবে। ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বন্ধ থাকবে। জানুয়ারির ৩১ তারিখ অর্থাৎ আজ থেকে দক্ষিণ পূর্ব রেলে ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়ে যাচ্ছে। যার জেরে বন্ধ রাখা হচ্ছে দূরপাল্লার এই ট্রেনগুলি। দক্ষিণ-পূর্ব রেলের একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই পুরী ও দক্ষিণ ভারতগামী ট্রেন।

জানা গিয়েছে, ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে আপ ও ডাউন শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস। ১-৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাতিল থাকবে আপ ও ডাউন হাওড়া-ভুবনেশ্বর জন শতাব্দী এক্সপ্রেস। ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ শালিমার-পুরী এক্সপ্রেস। ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি বাতিল থাকবে ডাউন পুরী-শালিমার এক্সপ্রেস। ১, ২ ও ৪ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস। ৩১ জানুয়ারি, ১ ও ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ফলকনুমা এক্সপ্রেস, ১-৪ ফেব্রুয়ারি বাতিল আপ শালিমার-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস, ৩১ জানুয়ারি- ৩ ফেব্রুয়ারি বাতিল ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস। ১ ও ৫ ফেব্রুয়ারি বাতিল থাকবে আপ হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস। ৩১ জানুয়ারি ও ৩ ফেব্রুয়ারি ডাউন যশবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস বাতিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#trains, #Railway, #Passengers, #South eastern railway, #West Bengal

আরো দেখুন