খেলা বিভাগে ফিরে যান

‘ফুটবল যতদিন, সুভাষ ভৌমিক ততদিন’ স্মরণসভায় শ্রদ্ধা নিবেদন ইস্টবেঙ্গলের

February 1, 2022 | 2 min read

মাস দেড়েক আগে সাংবাদিক পার্থ রুদ্রের স্মরণসভায় যে মঞ্চে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন মঙ্গলবার ইস্ট বেঙ্গল ক্লাবের সেই লনের মঞ্চেই হল অকালপ্রয়াত সুভাষ ভৌমিকের স্মরণ সভা। এবং সুভাষের স্মরণসভায় ভেঙে পড়ল কলকাতার ময়দান। কে নেই সেখানে? কেরালা থেকে এসেছেন আই এম বিজয়ন এবং এম সুরেশ, গোয়া থেকে অ্যালিভিটো ডিকুনহার পাশাপাশি ষাট, সত্তর, আশি, নব্বইয়ের ফুটবলাররা তো ছিলেনই। ছিলেন সুভাষের আসিয়ান কাপজয়ী ফুটবলারদের অনেকেই। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম, মেয়র পারিষদ দেবাশিস কুমারের সঙ্গে ছিলেন মোহনবাগান ক্লাবের তিন ফুটবলার। ভারপ্রাপ্ত সচিব সত্যজিৎ চট্টোপাধ্যায়, বিদেশ বসু এবং মানস ভট্টাচার্য। আর শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, সমরেশ চৌধুরি, বিকাশ পাঁজি, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে ছিলেন দেবজিৎ ঘোষ এবং রজত ঘোষদস্তিদারও।

স্মরণসভার শুরুতেই পর পর তিনটি গান গেয়ে সুরটি বেঁধে দেন রূপঙ্কর। সুভাষকে শ্রদ্ধা জানালেন তিনি এ তুমি কেমন তুমি গান গেয়ে। এর পর গাইলেন আরও দুটি গানে। সুভাষের অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ পণ্ডিত অজয় চক্রবর্তীও গাইলেন বন্ধুর স্মৃতিতে। দুজনকেই ক্লাবের পক্ষ থেকে সুভাষ স্মারক সম্মান দেওয়া হল। পাশাপাশি ক্লাব থেকে ঘোষণা করা হল, আগামী মরসুম থেকে আই এফ এ-র অনূর্ধ্ব ১৯ লিগের সেরা ফুটবলারকে দেওয়া হবে সুভাষ ভৌমিক সম্মান। সভায় উপস্থিত সুভাষের স্ত্রী শুক্লা ভৌমিকের হাতে ক্লাবের দেওয়া পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ক্লাবের পক্ষ থেকে সুভাষের স্মরণে বক্তব্য রাখেন প্রেসিডেন্ট ডাঃ প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, দেবব্রত সরকার এবং ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত। সব মিলিয়ে ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে সর্বকালের সেরা কোচ ও ফুটবলরাকে যথোপচিত মর্যাদায় শ্রদ্ধায় স্মরণ করল ইস্ট বেঙ্গল। সার্থক হয়ে উঠল অনুষ্ঠানের ক্যাচলাইন ফুটবল যতদিন, সুভাষ ভৌমিক ততদিন।

TwitterFacebookWhatsAppEmailShare

#East Bengal, #Tribute, #Subhash Bhowmik

আরো দেখুন