বাংলার মুকুটে নয়া পালক, এবার ভারত সেরা ‘জলস্বপ্ন’ প্রকল্প
বাংলার মুকুটে সাফল্যের পালক। বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহের (Drinking Water Service) ‘‘জলস্বপ্ন’’ (Jolswopno) প্রকল্পে একটানা ৬ মাস ভারত সেরার তকমা বাংলার গায়ে। কেন্দ্রের তথ্য ও পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালের আগস্ট মাস থেকে ২০২২ সালের জানুয়ারি মাস পর্যন্ত বাড়ি বাড়ি জল সংযোগের ক্ষেত্রে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। সংশ্লিষ্ট দফতরের এই সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
এই ৬ মাসে রাজ্যে মোট ১৪ লক্ষ ২৩ হাজার ৬১২টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। ১২ লক্ষ ৬৩ হাজার ২৫৫টি বাড়িতে পানীয় জলের সংযোগ দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কর্ণাটক। তৃতীয় স্থানে থাকা অসম ৯ লক্ষ ৫৭ হাজার ২২৬টি বাড়িতে পানীয় জল সরবরাহ করতে পেরেছে।
সদ্য সমাপ্ত জানুয়ারি মাসে বাংলায় ২ লক্ষ ৪৪ হাজার ৫৪৪টি বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া গিয়েছে। কর্ণাটক সংযোগ দিতে পেরেছে ১ লক্ষ ৩৫ হাজার ৩০২টি বাড়িতে। ১ লক্ষ ২৯ হাজার ৪৫২টি বাড়িতে পানীয় জল সরবরাহ করে জানুয়ারি মাসে গোটা দেশে তৃতীয় স্থানে ছিল অসম।