রাজ্য বিভাগে ফিরে যান

‘বসন্তের দীপ জ্বালো’ নিজের কবিতা দিয়ে বঙ্গবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন মমতা

February 5, 2022 | < 1 min read

বঙ্গবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা মমতার, বাগদেবীর কাছে জানালেন মন আলোকিত করার আর্জি।

বাগদেবীর আরাধনার দিনে রাজ্যবাসীকে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাতে চার লাইনের একটু ছোট্ট কবিতাও রচনা করেন মমতা। শিক্ষা, সংস্কৃতি চেয়ে দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। দেবীকে সবার মন আলোতে ভরে দেওয়ারও আর্জি জানান মমতা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে লেখেন, ‘বিদ্যাদেবী সরস্বতী, শিক্ষা দাও, দাও সংস্কৃতি, মন ভরে দিও আলো, বসন্তের দীপ জ্বালো। বসন্ত পঞ্চমীতে সরস্বতী পুজোর আন্তরিক অভিনন্দন।’ এর আগে সরস্বতী পুজোর আগেই স্কুল খুলেছে রাজ্যে। করোনা আবহে বন্ধ থাকা স্কুল খোলার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৩ ফেব্রুয়ারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের দরজা খুলেছে। স্কুল খুলেও অবশ্য দু’দিনের ছুটি পড়েছে সরস্বতী পুজোর। তবে সরকার জানিয়েছে, এবছর শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো করতে চাইলে করোনা বিধি মেনে তা করা যেতে পারে। এই পরিস্থিতিতে চলতি বছরে সরস্বতী পুজো নিয়ে রাজ্যের পড়ুয়াদের মধ্যে উদ্দীপনা চোখে পড়ার মতো। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #saraswati puja

আরো দেখুন