বিনোদন বিভাগে ফিরে যান

ফের ওয়েবসিরিজে দেখা মিলল মহিলা প্রধানমন্ত্রীর – কীসের ইঙ্গিত?

February 12, 2022 | < 1 min read

চলচ্চিত্রের মুখ্য উদ্দেশ্য হল সময়ের প্রতিফলন করা। ইতিহাস বলে যে চলচ্চিত্রগুলো সময়ের দললি হয়ে উঠতে পেরেছে, তারাই কালোত্তীর্ণ হয়ে গিয়েছে। সম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্রে বারবার মহিলা প্রধানমন্ত্রীর চরিত্র উঠে আসছে। সিনেমায় এইভাবে বারে বারে মহিলা প্রধানমন্ত্রীর চরিত্র উঠে আসা কীসের ইঙ্গিত বহন করছে? ২৪-এর আগে কোন পথে চলছে দেশ?

সম্প্রতি “এ থার্স ডে” নামক একটি ওয়েবসিরিজের ট্রেলার মুক্তি পেয়েছে। ওই সিরিজে ভারতের মহিলা প্রধানমন্ত্রী চরিত্র রয়েছে। গল্পে মহিলা প্রধানমন্ত্রীর চরিত্রে ডিম্পল কাপাডিয়াকে অভিনয় করতে দেখা গিয়েছে। হটস্টারে সিরিজটি দেখা যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগেও ফ্যামিলি ম্যান টু নামের আরেকটি ওয়েবসিরিজে মহিলা প্রধামন্ত্রীর চরিত্র দেখা গিয়েছিল। সেখানে পিএম বাসু নামে একটি বাঙালি মহিলা প্রধানমন্ত্রীর চরিত্র ছিল। ওই চরিত্রটির সাজ-পোশাক, হাঁটা-চলা, কথাবার্তা,বাচনভঙ্গি সব কিছুই অনেকাংশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিলে গিয়েছিল। পর্দায় পিএম বাসুর চরিত্রটি দেখেই দর্শকদের মনে হয়েছিল, এ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিচ্ছবি। তাৎপর্যপূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা জয়ের হ্যাটট্রিকের কিছু দিন পরেই সিরিজটি মুক্তি পেয়েছিল। এবার নতুন বছরের শুরুতেই ফের একবার আরেকটি ওয়েবসিরিজে মহিলা প্রধানমন্ত্রীর প্রসঙ্গ চলে এল।

স্বভাবতই ফের একবার জাতীয় রাজনীতিতে জোরালো হল মহিলা প্রধানমন্ত্রীর দাবি। চিত্রনির্মতারা জন সাধারণের জন্যই চলচ্চিত্র নির্মাণ করেন, তাই জনগণের দাবি দাওয়াকে গল্পে প্রাধান্য দিতে হয়। একুশের নির্বাচনের পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রে করে দেশজুড়ে মহিলা প্রধানমন্ত্রীর দাবি ক্রমশ জোরালো হচ্ছে। ছবিতে মহিলা প্রধানমন্ত্রীর চরিত্র বারবার উঠে আসার মাধ্যমে সেই দাবিরই কী প্রতিফলন দেখা যাচ্ছে?

TwitterFacebookWhatsAppEmailShare

#Web Series, #Female Prime Minister

আরো দেখুন