রাজ্য বিভাগে ফিরে যান

পিছোচ্ছে অধিবেশন, ৯ মার্চ পেশ করা হতে পারে রাজ্য বাজেট

February 19, 2022 | < 1 min read

ফাইল চিত্র

আগামী ৭ মার্চ রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ওইদিন রাজ্যপাল জগদীপ ধনকারের প্রারম্ভিক ভাষণের মাধ্যমে এই অধিবেশন আরম্ভ হওয়ার কথা। সেইমতো নবান্নের তরফে ভাষণের খসড়া তৈরির প্রস্তুতিও চলছে। সবকিছু ঠিক থাকলে ৯ মার্চ রাজ্য বাজেট পেশ করা হতে পারে। এবার সেই দায়িত্ব স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পালন করবেন বলে অর্থদপ্তর সূত্রে জানানো হয়েছে। তবে বাজেট পেশের তারিখটি এখনও চূড়ান্ত হয়নি। আগে ঠিক হয়েছিল ২ মার্চ বাজেট অধিবেশন শুরু করা হবে। সেইমতো নবান্ন ও পরিষদীয় দপ্তরের তরফে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু ওইদিন পুরভোটের ফল প্রকাশের জন্য ধার্য করা হয়েছে। বহু বিধায়ক এজন্য তাঁদের এলাকায় সেদিন থাকবেন। তাই অধিবেশনে হাজিরা নিয়ে প্রশ্ন উঠতে পারে। পাশাপাশি ওইদিন বিকেলের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের প্রচার উপলক্ষে বারাণসী পাড়ি দিতে পারেন। কারণ, ৩ তারিখ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্রে বিজেপির বিরুদ্ধে প্রচার সভা করবেন। তাই পরিবর্তিত সূচি ঠিক করে শুক্রবার ৭ তারিখ অধিবেশন শুরুর বিষয়ে নির্দিষ্ট প্রস্তাব পাঠানো হয় রাজভবনে। রাজ্যপাল সংবিধান মেনে ওই সূচি অনুযায়ী অধিবেশন ডাকার নোটিসে সই করবেন বলে আশাবাদী প্রশাসন। এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ৭ তারিখ অধিবেশন আরম্ভ হওয়ার কথা রয়েছে। আশা করব, রাজ্যপাল বিধি মেনে প্রয়োজনীয় নোটিস বা সমন জারি করবেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Budget session 2022

আরো দেখুন