ইউক্রেন আক্রমণ রাশিয়ার, শেয়ার বাজারে ধ্বস
ভারতীয় সময় সকাল সাড়ে ৮টা নাগাদ টেলিভিশন বার্তায় ইউক্রেনে সেনা অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার পরেই ধস নামল ভারত-সহ বিশ্বের প্রায় প্রতিটি শেয়ার বাজারে। ভারতে সেনসেক্সের পতন প্রায় দেড় হাজার পয়েন্ট।
সকাল ৯টা ১৯ মিনিটে বিএসই সেনসেক্স-এর ২.৫৫ শতাংশ পতন নথিভুক্ত হয়। ১৪৫৮ পয়েন্ট কমে তা এসে দাঁড়ায় ৫৫,৭৭৪-এ। এনএসই নিফটি ৪১৬ পয়েন্ট পতন হয়ে তা দাড়ায় ১৬,৬৪৬-এ। অর্থাৎ ২.৪৩ শতাংশ পতন।
একই অবস্থা এশিয়ার শেয়ার বাজারগুলোতেও। জাপানের নিক্কেই-এর পতন হয়েছে ২.১৭ শতাংশ, দক্ষিণ কোরিয়ার কোসপি নেমেছে ২.৬৬ শতাংশ।
গোটা বিশ্বকে চমকে দিয়ে বৃহস্পতিবার ইউক্রেনে সেনা অভিযান শুরু করেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিভে একের পর এক বিস্ফোরণ ও গুলি চালনার কথা জানাচ্ছে বিভিন্ন সংবাদ সংস্থা। ইউক্রেনের অন্যান্য প্রান্তেও পুরোদস্তুর সেনা অভিযান শুরু করে দিয়েছে রাশিয়া। রাশিয়া এই অযৌক্তিক ও প্ররোচনাহীন আক্রমণের সমুচিত জবাব পাবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। যুদ্ধের প্রভাব এসে পড়েছে গোটা বিশ্বের শেয়ার বাজারে। ভারতের বাজারে ধস নেমেছে।