রাজ্য বিভাগে ফিরে যান

পুরভোটে সবুজ ঝড়, ইভিএম খুলতেই জয়জয়কার তৃণমূলের

March 2, 2022 | 6 min read

বাংলার ১০৮ পুরসভায় পুরভোট সম্পন্ন হয়েছে নির্বিঘ্নেই। বিরোধীরা সন্ত্রাস এবং ছাপ্পা ভোটের অভিযোগ করলেও কয়েকটা জায়গা ছাড়া হিংসার খবর পাওয়া যায়নি অধিকাংশ জেলায়। বুথে বুথে লম্বা লাইন ছিল চোখে পড়ার মত। যদিও, উত্তর দমদম, কাঁথি, কামারহাটি, ভাটপাড়ায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সারা রাজ্যে মাত্র দুটি বুথে হয়েছে পুনর্নির্বাচন।

আজ পুরভোটের গণনা। বাংলার ১০৮টি পুরসভা কার দখলে থাকবে, জানতে উদগ্রীব সাধারণ মানুষ। বিরোধীদের তুলনায় অনেকটাই বেশি আত্মবিশ্বাসী তৃণমূল। ঘুরে দাঁড়াতে মরিয়া বামেরা। খাতা খুলতে মুখিয়ে গেরুয়া শিবির। ইতিমধ্যেই সাইঁথিয়া, সিউড়ি, বজবজ ও দিনহাটায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে শাসক দল।

লাইভ আপডেট

১২:১৪: নিউ ব্যারাকপুর পুরসভার ২০টি ওয়ার্ডের মধ্যে ১৯টি তৃণমূলের দখলে। একটিতে জয় সিপিআইএমের

১২:১১: কাঁচড়াপাড়া পুরসভার ২৪টি ওয়ার্ডই তৃণমূলের দখলে

১২:১০: গাড়ুলিয়া পুরসভায় ২১টির মধ্যে ১৯টি পেল তৃণমূল, একটি নির্দল একটি ফরওয়ার্ড ব্লক

১২:১০: আরামবাগে ১৯ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টি ওয়ার্ডে জয়লাভ করলো তৃণমূল, ১৯ নম্বর ওয়ার্ডটি দখল করলো বিজেপি প্রার্থী

১২:০৮: রানাঘাট পুরসভা দখলে রাখল তৃণমূল। মোট ২০ টি ওয়ার্ড এর মধ্যে ১৯টি জয়ী হয়েছে শাসক দলের প্রার্থীরা। শুধুমাত্র ৭ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী কামনাশীষ চট্টোপাধ্যায়।

১২:০৬: টিটাগড় বিরোধী শূন্য, এই পুরসভার ২৩টি ওয়ার্ডের ২৩টিতেই জয়ী তৃণমূল প্রার্থীরা

১২:০৫: ২৫টির মধ্যে ২২টি আসন জিতে জলপাইগুড়ি পুরসভার দখল নিল তৃণমূল। কংগ্রেস জয়ী দুই আসনে, বামেরা জিতেছে একটি আসনে।

১২:০০: পুরুলিয়া পুরসভা দখল করল তৃণমূল

১১:৫৮: নবদ্বীপ পুরসভার ২৪টি ওয়ার্ডের সবক’টিতে জয়ী তৃণমূল প্রার্থী।

১১:৫৬: ভাটপাড়া পুরসভার ৩৫টি ওয়ার্ডের মধ্যে ৩৪টি ওয়ার্ডেই তৃণমুল জয়লাভ করেছে। এর মধ্যে একটি ওয়ার্ডে সিপিএমের প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোট হয়নি।

১১:৩৫: কল্যাণী, গয়েশপুর পুরসভা তৃণমূলের দখলে

১১:৩৩: বহরমপুর পুরসভার ২৮টি ওয়ার্ডে ১৩টি আসনে জয়ী তৃণমূল, চারটি আসনে জয়ী কংগ্রেস

১১:৩২: রাজপুর সোনারপুর পুরসভায় মোট আসন ৩৫, তৃণমূল পেয়েছে ৩৩, সিপিএম ১, নির্দল ১

১১:৩১: হাবড়া পুরসভা ২৪ ওয়ার্ডের মধ্যে ২৩টির দখল নিল তৃণমূল

১১:৩৫: ঝালদা পুরসভায় দুই নির্দল প্রার্থী তৃণমূলে যোগ দিলেন। ত্রিশঙ্কু ঝালদা পুরসভার দখল নিল তৃণমূল।

১১:০০: তাহেরপুরে বাম ঝড়! ১৩টি আসনের মধ্যে ৮টি ওয়ার্ডে এগিয়ে সিপিএম

১০:৫৭: ত্রিশঙ্কু হয়েছে হুগলী জেলার চাঁপদানি পুরসভা

১০:৫৪: অধীর গড় বহরমপুর পুরসভার দখল নিল তৃণমূল

১০:৫২: বনগাঁয় ২২টি ওয়ার্ডের ১৯টিতে তৃণমূল জিতেছে। বিজেপি ৭ নম্বর ওয়ার্ড, ১৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস ও ১৮ নম্বরে নির্দল প্রার্থী জয়ী

১০:৫০: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর মজিলপুর পুরসভার ১৪ টি ওয়ার্ডের মধ্যে ১২টিতে এগিয়ে তৃণমূল। এস ইউ সি ও কংগ্রেস একটি করে আসনে জয়ী

১০:৪৭: খড়্গপুরে ৩৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জয়ী হল ২০টিতে। অন্যদিকে কংগ্রেস ৬টিতে, বিজেপি ৬টিতে, সিপিএম ১টিতে, সিপিআই ১টিতে এবং নির্দল ১টি আসনে জয়লাভ করেছে।

১০:৪৫: মুর্শিদাবাদের লালবাগ পুরসভার মোট ১৬টি ওয়ার্ডের মধ্যে ৯টি ওয়ার্ড জিতল তৃণমূল। ৬টি ওয়ার্ডে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থীরা। একটি ওয়ার্ডে জয় পেয়েছেন নির্দল প্রার্থী। খাতা খুলতে পারেনি কংগ্রেস, সিপিএম।

১০:৪৪: কাঁচরাপাড়ার ৬ নম্বর ওয়ার্ড থেকে জয়ী মুকুল-পুত্র শুভ্রাংশু রায়

১০:৪২: কালিয়াগঞ্জ পুরসভা দখলের পথে তৃণমূল কংগ্রেস

১০:৪১: গোবরডাঙ্গা পুরসভার ১৭টি ওয়ার্ডের মধ্যে ১৫টি তৃণমূল ও ১টি নির্দল ও ১টি সিপিএম

১০:৪০: টাকি পুরসভার ১৬টি আসনের মধ্যে ১৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল। ২টি আসনে জয়ী বিজেপি

১০.৩৭ রিষড়া পুরসভার ২৩টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছে ১৮টি ওয়ার্ডে। বিজেপি জিতেছে ২টি (১০ ও ১১ নম্বর ওয়ার্ড) ওয়ার্ডে এবং কংগ্রেস জিতেছে ২ নম্বর ওয়ার্ডে।

১০:৩৫: ময়নাগুড়ি পুরসভার ১৭টি আসনের মধ্যে ১১টিই জিতল তৃণমূল।

১০:৩১: মধ্যমগ্রাম পুরসভার ২৮টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেল ২৪টি আসন। বামেদের দখলে ৪টি আসন(১১, ১৩, ১৯, ২০ নম্বর ওয়ার্ড)।

১০:২৮: বীরভূমে পাঁচ পুরসভায় ৯৩টি আসনে একমাত্র রামপুরহাটে ১টি ওয়ার্ডে জয়ী হল সিপিএম। বাকি ৯২ আসনে জয়ী তৃণমূল।

১০:২৬: অশোকনগর পুরসভার ২৩ ওয়ার্ডের মধ্যে তৃণমূল পেয়েছে ২৪টি আসন।বামেরা জিতেছে ২টি (২০,২১ নম্বর ওয়ার্ড) আসন। কংগ্রেসের ঝুলিতে ১টি (১৩নম্বর ওয়ার্ড) ওয়ার্ড।

১০:২৪: মধ্যমগ্রামে ২৮ টি ওয়ার্ডের মধ্যে ২৪ টিতে জয়ী তৃণমূল। ১৯ ও ২০ নম্বর ওয়ার্ডে সিপিএম, ১১ ও ১৩ নম্বর ওয়ার্ডে ফরওয়ার্ড ব্লক জিতেছে

১০:২২: ঘাটাল, বাদুড়িয়া, বসিরহাট পুরসভার দখল নিল তৃণমূল

১০:২০: উত্তরপাড়া পুরসভায় ১টি ওয়ার্ডে জয়ী ও ১০টিতে এগিয়ে তৃণমূল, নির্দল এগিয়ে ১টিতে

১০:১৮: বারাসতের ৩৫ টি আসনের মধ্যে তৃণমূল জয়ী ৩০ টি আসনে। ২৮ ও ১৮ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী জয়ী। ৩১ নম্বর ওয়ার্ডে সিপিআই, ১২ ও ২৭ নম্বর ওয়ার্ডে সিপিএম প্রার্থী জয়ী

১০:১৬: কামারহাটি, নৈহাটী পুরসভার দখল নিল তৃণমূল

১০:১২: খড়্গপুর পুরভোটে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক হিরণ। দিলীপ ঘোষ-বিরোধী বলেই পরিচিত তিনি

১০:১১: চুঁচুড়া পুরসভায় তৃণমূল ১টি ওয়ার্ডে জয়ী এবং এগিয়ে ২৯টিতে

১০:১০: কালনা পুরসভায় ১৮টি ওয়ার্ডের মধ‍্যে ১৭টিতে জয়ী তৃণমূল

১০:০৮: মুর্শিদাবাদের জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ১৫টি আসনে তৃণমূল ও ২টি আসনে নির্দল প্রার্থীরা জয়ী

১০:০৭: বাঁশবেড়িয়া পুরসভায় ১টি ও সিপিএম ১টি ওয়ার্ডে জয়ী

১০:০৬: চাঁপদানি পুরসভায় তৃণমূল ৪টিতে জয়ী, বিজেপি ১টিতে, কংগ্রেস ১টিতে, নির্দল ১টিতে

১০:০৫: ভদ্রেশ্বর পুরসভায় ৯টিতে জয়ী তৃণমূল, বিজেপি ১টিতে ও নির্দল ১টি ওয়ার্ডে

১০:০৪: তারকেশ্বর পুরসভায় ৭টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, সিপিএম ১টি ওয়ার্ডে

১০:০৬: বিরোধীশূন্য অভিষেকের গড়, ডায়মন্ড হারবার পুরসভার ১৬ ওয়ার্ডেই জয় তৃণমূলের

৯:৪৬: তারকেশ্বর, কাটোয়া, মালবাজার পুরসভার দখল নিল তৃণমূল

৯:৪২: রাজপুর-সোনারপুরে ২৭টিতে, মহেশতলায় ৩৩টিতে, ডায়মন্ড হারবারে ১৬টিতে, বারুইপুরে ১৭টিতে, জয়নগরে ১২টিতে, এগিয়ে তূণমূল

৯.৪০ খড়দহের চারটি ওয়ার্ডে জিতে গিয়েছে তৃণমূল, অন্যদিকে পানিহাটিতে এগিয়ে তৃণমূল

৯:৩৯: ফালাকাটা পুরসভার ১৮টি ওয়ার্ডের ১৮টিতেই এগিয়ে রয়েছে তৃণমুল

৯:৩৭: বালুরঘাট পুরসভায় ১-৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়ী

৯:৩৫: দার্জিলিং পুরসভার দখল নিল হামরো পার্টি

৯:৩৪: কংগ্রেসের থেকে জয়নগর পুরসভা ছিনিয়ে নিল তৃণমূল

৯:৩৩: কাঁথি পুরসভায় জয়ী তৃণমূল প্রার্থী সুপ্রকাশ গিরি

৯:৩২: কান্দি, দাঁইহাট পুরসভার দখল নিল তৃণমূল

৯:৩১: কৃষ্ণনগর পুরসভার ২টি ওয়ার্ডে পুনর্গণনা ঘোষণা

৯:৩০: কাঁথি পুরসভার ১২-২১ ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, খড়্গপুরে আটটি ওয়ার্ডে তৃণমূল জয়ী

৯:২৯: হুগলী পুরসভার ৩০টি ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল

৯:২৮: ঝালদা পুরসভা ত্রিশঙ্কু। ৫টি ওয়ার্ডে জয়ী তৃণমূল, ৫টিতে কংগ্রেস, দুটিতে নির্দল প্রার্থীরা

৯:২৭: ইসলামপুরের ১ নং ওয়ার্ডে তৃণমূল এবং ২ নং ওয়ার্ডে বিজেপি প্রার্থী জয়ী

৯:২৬: বিরোধীশূন্য বজবজ পুরসভা। ১৮টি ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পর বাকি দুটোয় জয় করল তৃণমূল

৯:২৫: দার্জিলিংয়ে ৩টি আসনে এগিয়ে অনীত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা। দুটি আসনে এগিয়ে হামরো পার্টির প্রার্থীরা। একটি আসনে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী।

৯:২৪: উলুবেড়িয়া পুরসভায় জয়ী তৃণমূল

৯:২৩: কাঁথি পুরভোটে পরাজিত বিজেপি বিধায়ক সুমিতা সিংহের। কাঁথি উত্তরের বিধায়ক তিনি।

৯:২২: গঙ্গারামপুর পুরসভার ১-১২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা।

৯:২১: পুরাতন মালদহে পুরসভার প্রাক্তন পুর প্রশাসক বশিষ্ঠ ত্রিবেদী ৫ নম্বর ওয়ার্ডে জয়ী। এ ছাড়া ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়ী। একটি ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী।

৯:২০: নবদ্বীপ পুরসভার ১, ২, ৩, ৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীরা জয়ী।

৯:১৯: মহেশতলা পুরসভায় তৃণমূল এগিয়ে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৫ নম্বর ওয়ার্ডে। কংগ্রেস এগিয়ে ৮, ১২, ২৯ নম্বর ওয়ার্ডে। বামেরা এগিয়ে ২০ নম্বর ওয়ার্ডে।

৯:১৮: কাটোয়া পুরসভার দখল নিল তৃণমূল

৯:১৭: কাঁচরাপাড়া ও নৈহাটির সবকটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৯:১৬: খড়ার পুরসভার ১০টির মধ্যে ৮টি ওয়ার্ডে জয়ী তৃণমূল।

৯:১৫: ডালখোলা পুরসভায় বোর্ড গঠনের পথে তৃণমূল

৯:১৪: হাবড়ার ২৪টি ওয়ার্ডের মধ্যে ২৩টিতে এগিয়ে তৃণমূল, একটিতে বামেরা

৯:১৩: হালিশহরের ২৩টি ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল প্রার্থীরা

৯.১২: ঝাড়গ্রাম পুরসভায় ১৫টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, ২টিতে বামেরা। একটি আসনে এগিয়ে নির্দল প্রার্থী

৯.১১: আলিপুরদুয়ারে ২০টি ওয়ার্ডের মধ্যে ১৭টি তে এগিয়ে তৃণমূল, ২টিতে নির্দল এবং একটিতে বামেরা

৯.১০: হুগলীর চাঁপদানি পুরসভায় জিতে নিল তৃণমূল

৯.০৯: বারুইপুরের ১৭টি আসনই দখলে নিল তৃণমূল

৯.০৮: বৈদ্যবাটি পুরসভার ২টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৯:০৭: ভাটপাড়া পুরসভার ৩৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৯:০৬: ইংরেজবাজার পুরসভার ১০ নম্বর ওয়ার্ড থেকে জয়ী প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

৯:০৫: ক্ষীরপাই পুরসভার দখল নিল তৃণমূল

৯.০৪: কাঁথি পুরসভার সবকটা ওয়ার্ডে এগিয়ে তৃণমূল।

৯:০৩: ঘাটালে ৫ টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

৯.০২: জলপাইগুড়ি পুরসভায় ১ এবং ২ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

৯.০১: কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডে জয়ী প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

৯.০০: বিষ্ণুপুর পুরসভায় ১০টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৮.৫৯: ভদ্রেশ্বর পুরসভায় ৮টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

৮.৫৮: চন্দ্রকোনা পুরসভা দখল নিল ঘাসফুল শিবির। ১২টি ওয়ার্ডেই জয়ী তৃণমূল।

৮.৫৭: বর্ধমান পুরসভায় ১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল

৮.৫৬: গুসকরার তিনটি ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা

৮.৫৫: নতুন পুরসভা ফালাকাটার ১৮টি ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল প্রার্থীরা। গঙ্গারামপুরে ৫টি ওয়ার্ডে এগিয়ে ঘাসফুল শিবির

৮.৫৪: বারাসাত পুরসভার ৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থীরা

৮.৫৩: নতুন পুরসভা ময়নাগুড়ির ২টি ওয়ার্ডে এগিয়ে ঘাসফুল শিবির

৮.৫২: চন্দ্রকোনার ১২টি ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল

৮.৫১: বোলপুর পুরসভার ২২টি য়ার্ডেই এগিয়ে তৃণমূল প্রার্থীরা

৮.৫০: মেমারি পুরসভার ১৬টি আসনের মধ্যে ১০টিতে এগিয়ে তৃণমূল, ২টিতে বিজেপি এবং ৪টিতে বামেরা

৮.৪৯: কোচবিহার পুরসভায় ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল এবং দু’টি ওয়ার্ড জিতল নির্দল।

৮.৪৮: জলপাইগুড়ি পুরসভার তিনটি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৮.৪৭: রামজীবনপুর পুরসভার ১১টি ওয়ার্ডের সবকটিতেই এগিয়ে তৃণমূল

৮.৪৬: কালনা পুরসভার ১ এবং ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী। ২ নম্বর ওয়ার্ডে জয়ী সিপিএম প্রার্থী ।

৮: ৪৫: রামপুরহাট পুরসভার ১৩টি ওয়ার্ডের মধ্যে ১১টিতে এগিয়ে তৃণমল। একটি কংগ্রেস আর একটি ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে।

৮.৪৪: ডালখোলা পুরসভার তিনটি ওয়ার্ডে জয়লাভ করল তৃণমূল

৮.৪৩: তমলুক পুরসভার ৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল

৮.৪২: কান্দি পুরসভার ২টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

৮.৪১: তুফানগঞ্জ পুরসভার ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা

৮.৪০: সোনামুখী পুরসভার ১টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

৮.৩৯: রঘুনাথপুর পুরসভার ৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

৮.৩৮: হলদিবাড়ি পুরসভা দখলে নিল তৃণমূল

৮.৩৭: মুর্শিদাবাদের ৩টি ওয়ার্ডে জয়ী তৃণমূল

৮:৩৬: কোচবিহার পুরসভার ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল জয়ী

৮:৩৫: পূর্ব বর্ধমানের গুসকরা পুরসভায় এখনও পর্যন্ত ১২টি ওয়ার্ডে তৃণমূল প্রার্থী এগিয়ে। ৪ টি ওয়ার্ডে এগিয়ে সিপিএম।

৮.৩৪: মেখলিগঞ্জ পুরসভার দখল নিল তৃণমূল। ৯টি ওয়ার্ডের মধ্যে ৫টি তে জয়ী ঘাসফুল প্রার্থীরা

৮.৩২: মালবাজার পুরসভার ৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল, একটিতে জয়ী বিজেপি

৮.৩১: কোচবিহার পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল, ২ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী

৮.৩০: প্রাথমিক ট্রেন্ড: রাজ্যের ১০৮ পুরসভার মধ্যে ৮টি তে এগিয়ে তৃণমূল

৮.২৭: জলপাইগুড়ি জেলার মালবাজার পুরসভাতে প্রথম রাউন্ডে ৫ ওয়ার্ডের মধ্যে ৪টি ওয়ার্ডেই এগিয়ে তৃণমূল।

৮.২৫ জলপাইগুড়ি পুরসভায় এগিয়ে তৃণমূল, বলছে প্রাথমিক ট্রেন্ড

৮.২৩: তুফানগঞ্জের তিনটি ওয়ার্ডে জয়ী তৃণমূল

৮:২০: মাথাভাঙার দুই নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী

৮:০২: প্রত্যেকটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। ত্রিস্তরীয় নিরাপত্তায় শুরু ভোট গণনা

৮:০০: শুরু হল রাজ্যের ১০৮টি পুরসভার ভোট গণনা। সর্বনিম্ন ২ থেকে সর্বোচ্চ ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হবে

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Civic polls 2022, #Municipal Election 2022 Result

আরো দেখুন