দেশ বিভাগে ফিরে যান

আবার ‘মসিহা’ সোনু সুদ! এবার ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের দেশে ফেরালেন তিনি

March 3, 2022 | < 1 min read

রাশিয়ার আক্রমণে ক্ষতবিক্ষত ইউক্রেন। ইউক্রেনের একাধিক জায়গায় হামলা চালাচ্ছে রাশিয়া। সেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেই আটকে রয়েছে একাধিক ভারতীয় পড়ুয়া। যুদ্ধক্ষেত্র ইউক্রেন থেকে ভারতীয় পড়ুয়াদের বের করার মতো কঠিন কাজ করেছেন সোনু সুদ।

ইউক্রেনে বসবাসকারী পড়ুয়াদের ‘মসিহা’ হয়ে উঠলেন সোনু। যুদ্ধক্ষেত্র থেকে দেশে ফেরার পর অভিনেতাকে ধন্যবাদ জানালেন পড়ুয়ারা। ইউক্রেনের ভয়ঙ্কর পরিস্থিতি থেকে সোনু সুদের দলের সহায়তায় দেশের সীমান্ত পার করে বিদেশমন্ত্রকের অপারেশন গঙ্গার অংশ হতে পেরেছেন এমন অসংখ্য পড়ুয়া।

এদিন টুইটারে সোনু সুদ জানান, ‘ইউক্রেনে আমাদের পড়ুয়াদের খুবই খারাপ সময় এবং সম্ভবত আমার সবচেয়ে কঠিন কাজ এটি। সৌভাগ্যবশত আমরা ভারতীয় পড়ুয়াদের সুরক্ষিত ভাবে ইউক্রেনের সীমান্ত পার করাতে পেরেছি। ওদের এখন আমাদেরকে প্রয়োজন। বিদেশমন্ত্রক, পোল্যান্ডকে আপনাদের তৎক্ষণাৎ দায়িত্বপালনের জন্য ধন্যবাদ।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Students, #sonu sood, #ukraine

আরো দেখুন