আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র, আগুন ধরে গেছে একাংশে

March 4, 2022 | < 1 min read

ছবি সৌজন্যে: টুইটার

দেখতে দেখতে নবম দিনে পা দিয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine Conflict)। এখনও শান্তি ফেরার সম্ভাবনা তৈরি হয়নি। ইতিমধ্যেই পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। এর মধ্যেই অশনি সংকেত জাপরজাই পরমাণু কেন্দ্রে (Nuclear power plant)। পারমাণবিক হামলা এখনও চালায়নি মস্কো। কিন্তু ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছড়ে পড়েছে রুশ ক্ষেপণাস্ত্র। যাকে ঘিরে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

যত দ্রুত সম্ভব ওই কেন্দ্রে হামলা চালানো বন্ধ করুক রাশিয়া, আরজি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। একই আবেদন জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও। পাশাপাশি তিনি এই বিষয়ে দ্রুত রাষ্ট্রসংঘে বৈঠকের দাবিও জানিয়েছেন। যদিও ওই পরমাণু কেন্দ্রের কর্তার দাবি, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবুও আতঙ্কের প্রহর কাটাচ্ছেন ইউক্রেনবাসী। অস্বস্তিতে সারা বিশ্বের শান্তিকামী যুদ্ধবিরোধী মানুষ।

বলে রাখা ভাল, ইউক্রেনে ১৫টি পরমাণু কেন্দ্র রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় কেন্দ্রটি রয়েছে জাপরজাইয়ে। সেই কেন্দ্রের আশপাশে যুদ্ধ চলায় রীতিমতো উদ্বিগ্ন গোটা বিশ্ব। নিউক্লিয়ার প্লান্টে কোনও ধরনের বোমা হামলা হলে বা কর্মীরা তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখতে পারলে যে বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে পারে ইউক্রেন-সহ গোটা ইউরোপ, সেকথা তখনই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, চেরনোবিল আণবিক কেন্দ্রের দখল ইতিমধ্যেই নিয়েছে রুশ ফৌজ। সব মিলিয়ে পরমাণু যুদ্ধের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলেই মত ওয়াকিবহাল মহলের।

TwitterFacebookWhatsAppEmailShare

#Fire, #russia, #ukraine, #Zaporizhzhia, #Nuclear plant

আরো দেখুন